মেহেদী রাকিব, মনপুরা প্রতিনিধি: দিনের ব্যস্ততা শেষে ব্যবসায়ীরা যখন বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিলেন তখন আগুনে পুড়েছে ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলম বাজারের ৯টি দোকান। মঙ্গরবার (১৯ জুলাই) রাত ২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাজারের ব্যবসায়ীরা যখন দিন শেষে যে যার বাড়িতে ঘুমে আচ্ছন্ন তখন মধ্যরাতের আগুনে সব নিঃশেষ হয়ে গেছে। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ২টি ঔষধের(ফার্মেসি) দোকান, একাধিক মুদি দোকানসহ অন্তত ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আদা- ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। কোথায় থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো অজানা।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছেন ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহিম ফরাজি । তিনি ব্যবসায়ীদের ঘুড়ে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তা দাবি করেন।
ঘটনা স্থল পরিদর্শন করে ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেন মিয়া বলেন ক্ষয়ক্ষতির পরিমাণ তালিকা করে সবাইকে অনুদানের আওতায় আনা হবে।