স্পোর্টস ডেস্ক:পুরুষদের বিশ্বকাপে সবসময়ই হট ফেভারিটের আসনে থাকে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। বিশ্বকাপ আসরে সর্বোচ্চ ৫ বারের শিরোপা জিতেছে সেলেসাওরা। কিন্তু, নারীদের ফুটবলে যেন কিছুটা বিবর্ণ দেশটি। র্যাঙ্কিংয়ে শীর্ষ পর্যায়ে থাকলেও এখন পর্যন্ত একবারও নারী বিশ্বকাপের শিরোপা পাওয়া হয়নি তাদের।
অধরা সেই বিশ্বকাপ পাবার মিশনে শুক্রবার বিকেলে মাঠে নামছে ব্রাজিলের মেয়েরা। গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স। আগের ম্যাচে পানামাকে ৪-০ গোলে উড়িয়ে দেয়া ব্রাজিল কিছুটা আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে।
অন্যদিকে র্যাঙ্কিংয়ে ৫ নাম্বারে থাকা ফ্রান্স চাইবে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে। নিজেদের প্রথম ম্যাচে দূর্বল প্রতিপক্ষ জ্যামাইকার সাথে ড্র করেছে ইউরোপিয়ান দেশটি। এই ম্যাচ হারলে বা ড্র করলে তাই বিদায়ের শঙ্কায় থাকতে হবে তাদের। এমন এক সমীকরণ সামনে রেখে জয় ছাড়া বিকল্প কিছু ভাবছে না হার্ভে রেনারের শিষ্যরা।
নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলকে দারুণ এক জয় এনে দিয়েছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আরি বোর্গেস। হ্যাটট্রিকের পাশাপাশি এক অ্যাসিস্ট দিয়ে ম্যাচের আলো কেড়ে নিয়েছিলেন তিনি। এই ম্যাচেও তাই বিশেষ নজর থাকবে তার প্রতি। এছাড়া আগের ম্যাচে রক্ষণে দারুণ দৃঢ়তা দেখিয়েছিলেন অধিনায়ক রাফায়েলে। আর্সেনাল নারী দলের হয়ে খেলা এই তারকার উপর আজ থাকবে বাড়তি দায়িত্ব।
অন্যদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে কিছুটা হলেও শঙ্কায় আছে ফ্রান্স শিবির। কাফ মাসলের ইঞ্জুরির কারণে এই ম্যাচে নাও থাকতে পারেন নিয়মিত অধিনায়ক উইন্ডি রেনার্ড। সেইসঙ্গে সেলমা বাচাকেও আজ মিস করবে লেস ব্লুজরা। রক্ষণে এই দুই তারকার অনুপস্থিতি ভোগাতে পারে তাদের।
অবশ্য দুই দলের অতীত ইতিহাস কথা বলছে ফ্রান্সের পক্ষ হয়ে। এর আগে ১১ বার একে অন্যের মুখোমুখি হয়েছে। তাতে ব্রাজিল কোনবারই জয় পায়নি। ছয় ম্যাচে জয় নিয়ে ফিরেছে ফ্রান্সের মেয়েরা আর অন্য ৫ ম্যাচে হয়েছে ড্র।
সবশেষ চার দেখায় টানা হারের মুখ দেখেছে সেলেসাওরা। ২০১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এই ফ্রান্সের কাছে হেরেই বিদায় নিয়েছিল দলটি। এবার নিশ্চয়ই সেই পরাজয়ের প্রতিশোধ নিতে চাইবেন ব্রাজিলের মেয়েরা।