এম. শরীফ হোসেন, নরসিংদী প্রতিনিধি : জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাধবদী থানা শাখার আয়োজনে সোমবার(৩১শে জুলাই) বাদ মাগরিব
এক আনন্দঘণ ও উৎসবমুখর পরিবেশে জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ (জেসাসাপ) এর মাধবদী থানা শাখার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
মাধবদীস্থ এশিয়া মডেল স্কুলের হল রুমে আয়োজিত অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক এমদাদুল ইসলাম খোকন।
অনুষ্ঠানে মাধবদী ডিজিটাল কলেজ এর প্রিন্সিপাল আলহাজ্ব অধ্যাপক মোঃ শেখ সাদী স্যার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ পরিচালক আলহাজ্ব মোঃ মোস্তফা আজিজুল করিম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোহাম্মদ ইউসুফ (এমবিবিএস)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ কামাল হোসেন।
প্রধান অতিথি ও প্রধাণ আলোচক তাদের বক্তব্যে বলেন, সাহিত্য চর্চার বিষয়, অন্তরে লালনের বিষয়। যারা সাহিত্য নিয়ে কাজ করে তাদের সংখ্যা অল্প হলেও তারাই সমাজের ভালো কিছুর প্রতিনিধিত্ব করে। জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, নরসিংদী জেলার একটি অন্যতম সংগঠন এটি সমাজে সাহিত্য চর্চার মাধ্যমে সুন্দর ও আধুনিক একটি সমাজ গড়ে তুলতে সহায়ক হবে এমনটাই প্রত্যাশা করি। তারা সংগঠনটির মাধবদী থানা শাখার সফলতা কামনা করেন ও ভবিষ্যতে এর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, সাহিত্যিক ও সাংবাদিক মোঃ ফজলুল হক মিলন, জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ নরসিংদী এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান সবুজ, জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ রায়পুরা শাখার সভাপতি শিক্ষক মোঃ রাশেদ খান, জেসাসাপ এর নরসিংদী সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সরকার জয়, মাধবদী পৌরসভার ৪,৫ ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোসাঃ ফরিদা ইয়াসমিন, মাধবদী ফ্রিলান্সার আইটি ইন্সটিটিউট এর সিইও মোহাম্মদ ইউসুফ আহমেদ, এশিয়া মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার মাধবদী (নরসিংদী) প্রতিনিধি ও জেসাসাপ মাধবদী থানা শাখার সহ-সম্পাদক এম. শরীফ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আইন ছাত্রনেতা মেহেদী হাসান চৌধুরী সহ মাধবদী থানা শাখার সম্মানিত সদস্য বৃন্দ।
সদস্য ও অতিথিদের স্বঃতস্ফুর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীত, অতিথিদের বক্তব্য ও কেক কাটার মধ্য দিয়ে রাত ১০টায় শেষ হয়।
এসময় অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, প্রভাষক বেলাল আহমেদ,সাধারণ সম্পাদক, মাধবদী থানা কমিটি। সার্বিক ব্যবস্থা ও তত্ত্বাবধানে প্রভাষক মারুক হোসেন, প্রতিষ্ঠতা সভাপতি , মাধবদী থানা কমিটি।
সবশেষে অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোঃ শেখ সাদী স্যার এর ধন্যবাদ বক্তব্যের পর কেককাটার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য যে, গত ৩১শে জুলাই ২০২২ইং সনে জেসাসাপ এর মাধবদী থানা শাখা কমিটি গঠণ করা হয়। সোমবার ৩১শে জুলাই ২০২৩ইং ছিলো এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী।