স্পোর্টস ডেস্ক: নিজের সময়ে গ্লেন ম্যাকগ্রা ছিলেন সেরাদের সেরা। গতির বদলে কেবল লাইন আর লেন্থ দিয়ে বহু ব্যাটারকেই পরাস্ত করেছেন তিনি। সর্বকালের সেরাদের কাতারেও অনায়াসে চলে আসে অস্ট্রেলিয়ান এই পেস বোলারের নাম। অজিদের টানা বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন ‘দ্য পিজিয়ন।’
ক্রিকেট ছেড়ে ধারাভাষ্যকার হয়েছেন। ক্রিকেটে স্বীকৃত পণ্ডিতদের একজন তিনিও। বিশ্বকাপ শুরুর আগে গ্লেন ম্যাকগ্রার কাছে তাই প্রশ্নটাও এলো স্বাভাবিকভাবে। কে জিতবেন এবারের বিশ্বকাপ। জবাবে সাবেক এই অজি বোলার বেছে নিয়েছেন স্বাগতিক ভারতকেই।
সাধারণত একপেশে মন্তব্য আর নিজের দেশের প্রতি বাজি ধরার কারণে কিছুটা বদনামই কুড়িয়েছেন ম্যাকগ্রা। তবে এবার তার বাজির ঘোড়া রোহিত শর্মা-ভিরাট কোহলিদের ভারত। নিজ দেশ অস্ট্রেলিয়াকেও সরিয়ে রাখছেন তিনি। আর এর পেছনে যুক্তিও আছে ম্যাকগ্রার।
ম্যাকগ্রা এখন ব্যস্ত ভারতের চেন্নাইয়ে এমআরএফ পেস ফাউন্ডেশনের পরিচালকের দায়িত্ব নিয়ে। এই মুহূর্তে আছেন ভারতে। সেখানেই এক অনুষ্ঠানে সাংবাদিকেরা জিজ্ঞেস করেছিলেন, এবারের বিশ্বকাপে শিরোপার ফেবারিট কোন দল। জবাবে ম্যাকগ্রা সম্ভাব্য চার সেমিফাইনালিস্টের নাম জানিয়েছেন।
৫৩ বছর বয়েসী এই পেসারের মতে, সেমিফাইনালে খেলবে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান। যদিও এদের মধ্য থেকে ফাইনালের জয়ী হিসেবে দেখছেন ভারতকেই, ‘অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তান শিরোপার দাবিদার। এদের মধ্যে ভারতের শিরোপা জয়ের সুযোগই বেশি।’
‘আমার প্রিয় দল অস্ট্রেলিয়া। কিন্তু ভারতের (বিশ্বকাপ) শিরোপা না জেতার কোনো কারণ দেখছি না।’ – যোগ করেন ম্যাকগ্রা।
ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারির মতে, ‘ভারত দলে সময়ের অন্যতম সেরা কয়েকজন ব্যাটসম্যান, বোলার ও অলরাউন্ডার আছে। বিরাট কোহলি ও রোহিত শর্মার ফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা দলের শক্তি বাড়িয়েছে। আর তাদের সঙ্গে জাসপ্রিত বুমরার ফেরাটা তাদের বোলিং আক্রমণকে আরও চাঙা করবে।’