শেখ সাখাওয়াত হোসেন, পাবনা (জেলা) প্রতিনিধি:
দেশের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনা। কৃষি বিভাগের তথ্যমতে, দেশের মোট পেঁয়াজের ২৫ থেকে ৩০ ভাগ উৎপাদন হয় পাবনা জেলায়। কিন্তু এই জেলার বিভিন্ন উপজেলায় হাটবাজারে মাত্র এক সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে মণপ্রতি ৩৫০-৪০০ টাকা।
পাবনার ভাঙ্গুড়ায় সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে হয়েছে ৮০ টাকা। কয়েকদিনের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। দেশি পেঁয়াজের সরবরাহ এবং ভারতীয় পেঁয়াজের আমদানি কম হওয়ায় দাম বাড়ছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১০ আগস্ট) উপজেলার ভাঙ্গুড়া ও শরৎনগর বাজার ঘুরে দেখা গেছে, আজ প্রতি কেজি পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ৬০ থেকে ৬৫ টাকা। এখন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকায়। ভারতীয় পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়।
উপজেলার ভাঙ্গুড়া বাজারে পেঁয়াজ কিনতে আসা মোঃ আল্লেক আলী বলেন, আমরা গরিব মানুষ কিভাবে সংসার চালাব চিন্তায় রাতে ঘুম আসে না। এর মধ্যে আবার পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। আমার তো আয় অনুযায়ী কিনতে হবে। দাম বেশি দেখে এক কেজি পেঁয়াজ কিনলাম। যদিও দুই কেজি কিনতে চেয়েছিলাম।
উপজেলার পাইকারি ব্যবসায়ী ও আড়তদারেরা বলছেন, এখন ভারত থেকেও আমদানি কিছুটা কম। দেশি পেঁয়াজের দাম বাড়ার প্রভাব ভারতীয় পেঁয়াজে পড়েছে। তাই দাম বাড়ছে।