রাকিব শান্ত, উত্তরবঙ্গ ব্যুরো প্রধানঃ বগুড়ায় ওএমএস এর ১৫৫ বস্তা সরকারি চাল উদ্ধার ও সেইসাথে মজুদার এক আওয়ামী লীগ নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রোববার (২০ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানা পুলিশের একটি টিম সদরের লাহিড়ী পাড়া ইউনিয়নের কমলপুর এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে চালগুলো জব্দ এবং তাদের গ্রেফতার করে।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃতরা হলো সদরের শেখের কোলা ইউনিয়নের দক্ষিণভাগ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদ্য বিভাগের ডিলার মোখলেসুর রহমান দিপু ও দোবাড়ীয়া এলাকার মৃত ঠান্ডা মিয়ার ছেলে ফেরদৌস।
অভিযান পরিচালনাকারী সদর থানার এসআই নুর জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে লাহিড়ী পাড়া ইউনিয়নের কমল পুরে সুলতান মাহমুদের মালিকানাধীন মীর সেমিঅটো রাইস মিলস কালার শাটার মিলস এর গোডাউনে অভিযান চালানো হয়। তবে গোডাউনটি আলম ও ফেরদৌস নামে দুজন ভাড়া নিয়ে পরিচালনা করেন।
অভিযানকালে ওপেন মার্কেট সেল (ওএমএস) এর মজুদকৃত ১৫৫ বস্তা (প্রতিটি বস্তায় ৩০ কেজি করে) চাল উদ্ধার করা হয়। সেইসাথে মজুদকারী ডিলার মোখলেসুর রহমান দিপু ও ফেরদৌসকে গ্রেফতার করা হয়।