স্পোর্টস ডেস্ক: ফাইভ এ সাইড হকি সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয় হচ্ছে। বাংলাদেশ এই ফরম্যাটে তেমন বেশি খেলে না। তবে ওমানের সালালায় বিশ্বকাপ বাছাইয়ে ফাইভ এ সাইড হকি খেলবে বাংলাদেশ নারী ও পুরুষ দল।
জাতীয় দলের গোলরক্ষক অসীম গোপ। এশিয়ান গেমসের ক্যাম্প থেকে বাদ পড়ে এখন ফাইভ এ সাইড খেলতে যাচ্ছেন। আজ সংবাদ সম্মেলনে এই হকিকে টি টোয়েন্টি হিসেবে আখ্যায়িত করলেন, ‘ক্রিকেট যেমন ওয়ানডে, টেস্ট, টি-টোয়েন্টি হকিতেও ফাইভ এ সাইড তেমন। ১০/১৫ মিনিট এক হাফ, স্বল্প সময়ে দ্রুত খেলা। হকির টি টোয়েন্টি বলা যায়।’
হকির টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা বাংলাদেশের একেবারে খারাপ নয়৷ থাইল্যান্ডে যুব অলিম্পিকের ‘ফাইভ-এ-সাইড’ বাছাইপর্ব পেরিয়ে আর্জেন্টিনায় চূড়ান্ত পর্ব খেলার অভিজ্ঞতা বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ যুব হকি দলের। নারী দলের এমন অভিজ্ঞতা নেই।
২০১৯ সালে সিঙ্গাপুরে এএইচএফ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টে খেলেছিল বাংলাদেশ নারী দল। এরপর অনেকটা অলস সময় কেটেছে তাদের। এবার চার বছর পর ওমানে খেলতে যাচ্ছে তারা। সিঙ্গাপুরে থাকা খেলোয়াড়দের মধ্যে ৪ জন রয়েছেন এই দলে। বিশ্বকাপ বাছাইয়ে ফাইভ-এ-সাইড হকি হবে সেখানে।
সালালাহ শহরে নারীদের টুর্নামেন্টটি চলবে ২৫-২৮ আগস্ট। আবার ২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর একই শহরে হবে ছেলেদের বিশ্বকাপ বাছাই এশিয়া হকি ফাইভের আসর। নারী দলটি আগামীকাল ঢাকা ছাড়বে। আর ছেলেরা ২৬ আগস্ট ঢাকা ছাড়বে। ওমান মিশনে বাংলাদেশের দুটি দলেরই কোচ বিকেএসপির হকির বিভাগীয় প্রধান জাহিদুর রহমান রাজু।
এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ হকি ফেডারেশনকে ব্যয় করতে হচ্ছে অর্ধ কোটি টাকা। এর মধ্যে ফেডারেশনের তহবিল থেকে ২৫ লাখ বাকি টাকা ফেডারেশনের কর্মকর্তারা বিভিন্ন মাধ্যমে যোগাড় করেছেন। আজ হকি ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য দেন সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ।