স্পোর্টস ডেস্ক: এএফসি কাপের প্লে অফ থেকে ঢাকা আবাহনী বিদায় নিয়েছে। কলকাতার সল্ট লেকে বাংলাদেশের ঢাকা আবাহনী ৩-১ গোলে ভারতের ঐতিহ্যবাহী মোহনবাগানের বিপক্ষে হেরেছে। ফলে এএফসি কাপে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে বসুন্ধরা কিংসই থাকছে। এএফসি কাপে দক্ষিণ এশিয়ান গ্রুপের চূড়ান্ত পর্বে খেলবে ভারতের পাঞ্জাব এফসি, মালদ্বীপের মাজিয়া, বাংলাদেশের বসুন্ধরা কিংস ও প্লে অফ বিজয়ী ভারতের মোহনবাগান।
আবাহনী আজ ম্যাচ হারলেও শুরুটা ছিল আশা জাগানিয়া। মোহনবাগানের গোলরক্ষকের ভুলে আবাহনী শুরুতেই লীড নেয়৷ সেই লীড অবশ্য আধ ঘন্টার বেশি সময় রাখতে পারেনি বাংলাদেশের ক্লাবটি। বিরতির আগে সমতায় ফেরা মোহনবাগান দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পুরোপুরি। পাঁচ মিনিটের ব্যবধানে ২ গোল পেয়ে মোহনবাগানের এএফসি কাপ নিশ্চিত হয়।
মোহনবাগানের জয়ে অস্ট্রেলিয়ান ফুটবলার কামিন্সের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিজে এক গোল করেছেন, আরেকটি করিয়েছেন। অন্য দিকে আবাহনীর ডিফেন্ডারদের ভুল রয়েছে তিন গোলেই। পাশাপাশি আবাহনীর গোলটি মোহনবাগান গোলরক্ষকের বদান্যতায়।
ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা এক মৌসুম আগে বসুন্ধরা কিংসের হয়ে লাল কার্ড দেখেছিলেন এই মোহনবাগানের বিপক্ষেই। সেই কার্ডের জন্য এবার আবাহনীর হয়ে এএফসি কাপের প্রাথমিক পর্বে খেলতে পারেননি। আজ নেমেই আরেকটি ফাউল করে কার্ডের পাশাপাশি প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দিয়েছেন। ৩৮ মিনিটে সুশান্তের করা ফাউলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। মোহনবাগানের অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড কামিন্স গোল করে সমতা আনেন।
ম্যাচের ১৭ মিনিটে সফরকারী আবাহনী লিড নিয়েছিল। কর্নার থেকে এক আক্রমণে মোহনবাগানের গোলরক্ষকের হাত ফস্কে বল বেরিয়ে যায়। আবাহনীর স্টুয়ার্ট কর্নওয়ালিস জালে পাঠাতে ভুল করেননি। আবাহনী বিরতির আগে গোল পেয়ে যাচ্ছিল আরেকটি। কাউন্টার অ্যাটাকে আবাহনীর আক্রমণ সাইড পোস্টে লেগে ফেরত আসে।