নিজস্ব প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা-বাঘাইছড়ি কাঠ ব্যবসায়ী ও জোত মালিক কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় সমিতির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভার সভাপতিত্ব করেন সমিতির সভাপতি গিয়াস উদ্দিন মামুন।
সমিতির সাধারণ সম্পাদক জমির হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, শিশক রেঞ্জ কর্মকর্তা আব্দুল জলিল, রাঙামাটি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও সমিতির উপদেষ্টা দিলীপ কুমার দাশ, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সমিতির উপদেষ্টা আলী হোসেন, বাঘাইছড়ি পৌরসভার সাবেক প্রশাসক ও সমিতির উপদেষ্টা নিজাম উদ্দিন বাবু।
বক্তারা বলেন, মারিশ্যা বাঘাইছড়ি কাঠ সমিতি শুধু ব্যবসায়ী কল্যাণ সংগঠন নয় এটি পরিণত হয়েছে সমাজকল্যাণমূলক একটি সংগঠনে, সমিতির পক্ষ থেকে সব সময় দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা, দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে সহযোগিতা, ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতাসহ সমাজের নানামুখী কল্যাণকর কাজে অবদান রাখছে এই সমিতিটি। সমিতির সদস্যগণের বিভিন্ন বিষয়ে প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হয় সাধারণ সভায়।
সভায় বিগত কমিটি বিলুপ্ত করে পুনরায় নতুন কমিটি গঠন করা হয় সমিতর সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে পুনরায় সভাপতি হিসেবে গিয়াস উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক হিসেবে জমির হোসেনকে মনোনীত করা হয়। এছাড়া ১নং সহ সভাপতি হিসেবে ওমর আলী ও ২নং সহ সভাপতি হিসাবে ঝুনু গোপালকে অন্তর্ভুক্ত করা হয়। কমিটির বাকি সদস্যদের পরবর্তীতে যুক্ত করা হবে বলে জানান সভাপতি গিয়াস উদ্দিন মামুন।