প্রত্যয় নিউজ ডেস্ক: ভারত-চীন সীমান্তে সেনা উত্তেজনা প্রশমিত করার লক্ষ্যে গত মঙ্গলবার থেকে গালোয়ান ভ্যালির নিকটবর্তী এলাকায় ভারত চীন সেনার মধ্যে সীমান্ত ইস্যুতে আলোচনা চলছে। বৃহস্পতিবার সকালেও আলোচনা হয়েছে বলে ভারতীয় সেনা সূত্রে জানা গেছে। সীমান্তে যাতে আর কোনো রকম সংঘর্ষ না ঘটে তার জন্য ভারত-চীনের তরফে জানানো হয়েছে। তা সত্ত্বেও সীমান্তে চলছে উত্তেজনা।
এদিকে গালোয়ানে সংঘাতের পর ভারত জুড়ে উঠেছে চীন দ্রব্য বর্জনের ডাক। সেই প্রতিবাদে শামিল হয়েছেন ভারতের ব্যবসায়ীরাও। চীনকে কোণঠাসা করতে, চীনকে অর্থনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করছে ভারত। ৫জি বাজারের মতো বড় এবং গুরুত্বপূর্ণ প্রকল্পে চীন সংস্থাগুলোর অংশগ্রহণসহ ভবিষ্যতে চীনের বিনিয়োগকেও নিষিদ্ধ করা হতে পারে। ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় ভারতে চীন পণ্যের রমরমার ওপর পদক্ষেপ করতে শুরু করেছে।
ইতোমধ্যেই চীনা সংস্থার সঙ্গে মোটা অঙ্কের চুক্তি বাতিল করেছে ভারতীয় রেলের ডেডিকেটেড ফ্রেইট করিডোর অব ইন্ডিয়া লিমিটেড। কেন্দ্রের তরফে ভারতের ভারত সঞ্চার লিগম লিমিটেডকেও (বিএসএনএল) চীনা পণ্য ব্যবহার করে আপগ্রেডশন বন্ধ করতে বলা হয়েছে। ভারতের সেলিব্রিটিদের উদ্দেশে দেশটির বণিক সমাজ বার্তা দিয়ে জানিয়েছে, ভারতের বিনোদন ও ক্রীড়া জগতের বড় ব্যক্তিত্ব অমিতাভ বচ্চন, এমএস ধোনি, শচীন টেন্ডুলকর এবং অক্ষয় কুমাররা যেন চীনা পণ্যের প্রচারে এগিয়ে না আসেন। ভারতের বণিক সমাজের ছাতার তলায় রয়েছে ভারতের ৭ কোটি বণিক এবং ৪০ হাজার ব্যবসায়িক প্রতিষ্ঠান।