স্পোর্টস ডেস্ক: নাঈম শেখকে নিয়ে সমালোচনা যেন থামছেই না। ভাল শুরুর পরেও ইনিংস বড় করতে ব্যর্থ হচ্ছেন এই ওপেনার। সেইসঙ্গে অতিরিক্ত ডট বল আর ফুটওয়ার্ক নিয়েও আছে বিতর্ক। লঙ্কানদের বিপক্ষে শনিবারের ম্যাচে আউট হয়েছেন সিদ্ধান্তহীনতার কারণে।
নাঈমের এমন দৃষ্টিকটু আউট নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রশ্ন হতেই অধিনায়ক সাকিব বলে বসলেন, ‘একটা আউট নিয়ে বলে লাভ নেই।’
নাঈমের ভালো শুরুর প্রশংসা যেমন করেছেন, তেমনি সাকিব জানিয়ে দিলেন নাঈমের ভুল কোথায়, ‘ওপেনিং পরীক্ষা–নিরীক্ষা না। নাঈম চারটাই ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচের পর ইনজুরি বেড়েছে, লিটন আসেনি। সবকিছু মিলিয়ে অন্য কিছু চিন্তা করতে হতো। বিশেষ করে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে টিম ম্যানেজমেন্টের মনে হয়েছে মিরাজ বেটার অপশন। এই দুই দলে মিস্ট্রি স্পিনার আছে। ওদের বিপক্ষে মিরাজ সবসময় ভালো খেলেছে। ওপেনিং জুটি ৫০ রানের, ওটাই ৮০–৯০ হলে খেলাটা অন্যরকম হতে পারত। নাঈম চার ম্যাচেই ভালো শুরু করেছে। এরপর আউট হয়ে যাচ্ছে। স্কিলের চেয়ে মানসিক জায়গায় কাজ করতে হবে বেশি।’
আধুনিক ক্রিকেটে ২৫৮ রান আহামরি টার্গেট না। তবে এ লক্ষ্যটাও বাংলাদেশ পেরোতে পারেনি। এজন্য দ্রুত উইকেট পড়ে যাওয়াকে দায়ী করেছেন সাকিব, ‘এরকম ট্রিকি উইকেটে ওপরের চারজন যদি একটা বড় জুটি করতে পারতাম ড্রেসিংরুম অনেক বেশি শান্ত হয়ে যেত এবং আত্মবিশ্বাসও বাড়ত। দ্রুত চার উইকেট পড়ে যাওয়ার পর সবসময়ই আমাদের খেলাটা বদলাতে হয়েছে। ওখান থেকে ফেরা কঠিন ছিল। যদিও একটা বড় জুটি হয়েছে, তবে আরও জুটি দরকার ছিল। ম্যাচ উইনিং ইনিংস খেলতে হতো হৃদয়কে।’