নিজস্ব প্রতিবেদকঃ জনদুর্ভোগ কমিয়ে জন্মনিবন্ধন প্রক্রিয়া আরো সহজতর করতে ওয়ার্ড কাউন্সিলর অফিস থেকে নাগরিকদের জন্মনিবন্ধন প্রদানের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। গত বছর এই সংক্রান্ত একটি বিষয়ের সারসংক্ষেপ চূড়ান্ত অনুমোদনের জন্য সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পাঠিয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অবশেষে তা অনুমোদন পেল।
বুধবার (২৭ সেপ্টেম্বর) ডিএনসিসি’র ২০নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে অফিসিয়ালি জন্ম নিবন্ধন দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে স্থানীয় কাউন্সিলর হবেন নিবন্ধক, আর সহকারী নিবন্ধক হবেন কাউন্সিলর দপ্তরের সচিব। ফলে কাউকে আর কষ্ট করে আঞ্চলিক কার্যালয়ে যেতে হবে না।
ডিএনসিসি’র ২০নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নাছির বলেন, জন্ম-মৃত্যু সনদ নিতে নগরবাসীর ভোগান্তি দূর করতে দীর্ঘদিন ধরে আমাদের এ দায়িত্ব দিতে দাবি জানিয়ে আসছিলাম। অবশেষে আমাদের এ দায়িত্ব দেওয়ায় নগরবাসীর ভোগান্তি কমবে বলে আশা করি।
উল্লেখ্য, জন্মনিবন্ধনের ক্ষেত্রে আবেদন করে নির্ধারিত সময়ে ডিএনসিসির আঞ্চলিক অফিস থেকে সংগ্রহ করতে হতো। যার ফলে সাধারণ মানুষের কিছুটা ভোগান্তি পোহাতে হতো। মানুষের দুর্দশা আর ভোগান্তির কথা চিন্তা করে এটি ওয়ার্ড পর্যায়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।