মুহাম্মদ আলমাহিন হোসাইন মুন্সী, প্যারিস, ফ্রান্স প্রতিনিধি: আজ ফ্রান্সে অদূরের ক্রিকেটের স্বর্গ ঐতিহাসিক দ্রো ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয় ফ্রান্স ডিভিশনাল ক্রিকেট লিগের পুরুষদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্রো শহরের মেয়র ‘পিএখ পেডেরিখ বিয়ে'(Pierre-Frédéric Billet) এছাড়াও বোর্ড কর্মকর্তা প্রভু, আসিফ, সহ প্রমুখ এবং ফ্রান্স বাংলাদেশ ক্রিকেট লিগের অন্যতম স্পন্সর মুহাম্মদ শাহ আলম। এছাড়াও বহু সাংবাদিক, খেলোয়াড়, দর্শক এতে অংশগ্রহণ করেন, উল্লেখ্য অনুষ্ঠানের আগে এফবিপিএলের ফাইনালে প্যারিস ইউনিভার্সিটি ক্লাব ১০৯ রানের টার্গেটে মিত্রি ক্রিকেট ক্লাবের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ বলে ৩ উইকেটে জয়লাভ করেন।
এছাড়াও বিরাট ঐতিহাসিক একটি অর্জন রয়েছে এবছরের ফ্রান্স ডিভিশনে একমাত্র বাংলাদেশী ক্লাব “প্যারিস নাইট রাইডারর্স ক্রিকেট ক্লাব” ৩য় বিভাগ ফাইলিস্ট দল হওয়ার গৌরব অর্জন করেন, এ পিকেআর ক্লাব আগামী বছর থেকে ডিভিশন ২ খেলেবে এটি ফ্রান্সে বসবাসরত সকল বাংলাদেশী প্রবাসীর জন্য গৌরবের একটি অধ্যায়।
প্রবাসে মূলধারায় বাংলাদেশীরা সাফ্যলের সাথে এগিয়ে যাচ্ছে একজন বাংলাদেশী হিসেবে আমি গর্বিত, এছাড়াও প্রবাসে ছুটির দিনে এ ক্রিকেট স্বস্তি ও ভালোবাসার একটি মাধ্যম প্রিয় এ খেলাটি, ক্রিকেট প্রবাসে বাংলাদেশীর তরুণদের যেনো প্রাণের স্পন্দন।