স্পোর্টস ডেস্ক: ১৯৯২ সালে পাকিস্তান ও ১৯৯৬ সালে শ্রীলঙ্কা। দুই দেশই কেবল তাদের ইতিহাসে একবার করে বিশ্বকাপ জয়লাভ করতে সক্ষম হয়েছে। এশিয়ার দুই পরাশক্তির লড়াইটাও মাঠের ক্রিকেটে বেশ জমজমাট। মাত্র এক মাস আগেই শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে মাঠে নেমেছিল পাকিস্তান। কিন্তু সেই ম্যাচে পাকিস্তানকে হারতে হয়েছিল। কিন্তু বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে পাকিস্তান বিপক্ষে জয় পাওয়া যেন অসাধ্য সাধনের মতো কাজ। কেননা বিশ্বকাপে ৭ বারের দেখায় কোনোবারই পাকিস্তানকে হারাতে পারেনি লঙ্কানরা।
শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে সাত বারের দেখায় কোনোবারই জয়ের মুখ দেখা হয়নি দাসুন শানাকাদের। গত বিশ্বকাপে পাকিস্তান-শ্রীলংকার ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল নাহলে কে জানতো সেটিতেও পাকিস্তান শেষ হাসি হাসতো কি না।
১৯৭৫ সালের প্রথমবারের মতো বিশ্বকাপে মুখোমুখি হয় দুই দল। সেবার পাকিস্তানের কাছে ১৯২ রানে হারে তারা। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়লাভ করেছিল ভারত। সেবার মোট দুইবার পাকিস্তানের মুখোমুখি হয়ে দুইবারই হারতে হয় তাদের। প্রথমবার ৫০ রানে ও দ্বিতীয়বার ১১ রানে হারে তারা।
১৯৮৭ বিশ্বকাপেও দুইবার মুখোমুখি এশিয়ার দুই পরাশক্তি। প্রথমবার ১৫ রানে ও দ্বিতীয়ার ১১৩ রানে হারতে হয় লঙ্কানদের। পাকিস্তানের বিশ্বকাপ জয়ের বছর ১৯৯২ সালেও মুখোমুখি হয়েছিল দুইদল। সেবার জাভেদ মিয়াদাদের অনবদ্য ৫৭ রানের কল্যাণে লঙ্কানদের ৪ উইকেটে হারিয়েছিল পাকিস্তান।
বিশ্বকাপে শেষবার দুই দল মুখোমুখি হয়েছিল ২০১১ সালে শ্রীলঙ্কার ঘরের মাঠে। কিন্তু সেবারও পাকিস্তানের কাছে পাত্তা পায়নি তারা। আফ্রিদি-হাফিজদের নিয়ে গড়া দলের কাছে ১১ রানে হেরেছিল সাঙ্গাকারা-জয়াবর্ধনের দল। যদিও শেষ পর্যন্ত ফাইনালে খেলেছিল শ্রীলঙ্কা। সেখানে ভারতের কাছে হারতে হয়েছিল তাদের।
শ্রীলঙ্কা কি পারবে ইতিহাস বদলাতে নাকি পাকিস্তান তাদের ধারাবাহিকতা বজায় রেখে জয়ের সংখ্যা আটে নিয়ে যাবে সেটিই আগামীকাল হায়দারাবাদ স্টেডিয়ামে দেখা যাবে।