স্পোর্টস ডেস্ক: মারিও লেমস ও সত্যজিৎ দাশ রুপু-আবাহনীর ডাগআউটে এই জুটি দেখা যাবে না এবার। কোচ এবং ম্যানেজার দুই পদেই পরিবর্তন আনছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়ন আকাশী-নীলরা। আবাহনী এরই মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের মারিও লেমসকে বিদায় করে নতুন কোচ নিয়োগ দিয়েছে মেসির দেশ আর্জেন্টিনার দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানিকে।
আর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপুর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক কাজী নজরুল ইসলামকে। নজরুল বেশ কয়েক বছর ধরে আবাহনীর সহকারী ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন।
ক্রুসিয়ানি অবশ্য আবাহনীতে নতুন নন। ২০০৭ সালে এ ক্লাবের দায়িত্ব পালন করেছিলেন এই আর্জেন্টাইন। তার বাংলাদেশে আগমন ছিল আরো আগে। ২০০৫ সালে ক্রুসিয়ানি ছিলেন জাতীয় দলের কোচ। তার অধীনে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিল ২০০৫ সালে পাকিস্তানের করাচিতে।
ক্রুসিয়ানি সর্বশেষ গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব সাইফ স্পোর্টিংয়ের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।
বিগত কয়েক মৌসুম ধরে মাঠে সাফল্য পাচ্ছিল না আবাহনী। তাই নতুন মৌসুম সামনে রেখে ক্লাব কর্তৃপক্ষ টিম ম্যানেজমেন্টে এই বড় ধরনের পরিবর্তন আনলো।