স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা দিনদিন কমছে। ওয়ানডে বিশ্বকাপের আসরে ৮ বারের দেখায় একটিও জয় পায়নি পাকিস্তান। ফলে ভৌগলিকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই দলের লড়াই এখন অনেকটা একপেশে হয়ে গেছে। তবুও এই দুইদলের লড়াই দেখতে মুখিয়ে থাকে ক্রিকেটবিশ্ব।
বিশ্বকাপের পরিসংখ্যান বিবেচনায় পাকিস্তান এখন ভারতের কাছে দুধভাত। আজ (শনিবার) আহমেদাবাদে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান, হেরেছে ৭ উইকেটে।
পাকিস্তানের এমন বাজে পারফরম্যান্সের দিনে বিনোদন দিলো বিরাট কোহলির কার্যকলাপ। একবার তো ভুল জার্সি পরেই নেমে গিয়েছিলেন ভারতীয় ব্যাটিং সেনসেশন। আরেকবার খালি হাতে ঘড়ির টাইম দেখিয়ে হলেন আলোচনার খোড়াক।
মোহাম্মদ রিজওয়ান যখন ব্যাটিংয়ে নেমে প্রথম বল মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন; তখন কোহলি এমন এক ভাব করলেন, যেন সময়ের মূল্য ঠিকভাবে দিচ্ছেন না পাকিস্তানি ব্যাটার।
কোহলি নিজের কবজির দিকে তাকিয়ে এমন ভঙ্গি করলেন, মনে হয়েছে তিনি হাতে থাকা ঘড়িতে সময় দেখছেন। কিন্তু তার হাতে কোনো ঘড়ি ছিল না। এই অভিনয়ের মাধ্যমে তিনি আম্পায়ারকে বার্তা দিলেন যে, রিজওয়ান অতিরিক্ত সময় নিচ্ছেন।
কোহলির এমন অভিনয়কে অনেকেই মনে করছেন রিজওয়ানকে ট্রল করা। সুযোগে যেন সময়জ্ঞানও শিখিয়ে দিলেন চিরপ্রতিদ্বন্দ্বী দলের ব্যাটারকে!