স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে কোনোভাবেই যেন ভারতের সঙ্গে পেরে উঠছে না পাকিস্তান। বিশ্বকাপ ইতিহাসে ভারতের সঙ্গে ৮ বারের দেখায় আটবারই পরাজয় করে নিতে হয়েছে পাকিস্তানকে।
২০২৩ বিশ্বকাপেও ভারতের সামনে অসহায় আত্মসমর্পণ করলো বাবর আজমের দল। অথচ একটা পর্যায় মনে হয়েছিল পাকিস্তান ২৮০ এর বেশি করে ফেলবে। ভারতীয় বোলারদের দৃঢ়তায় সেটি আর পারেনি তারা। ১৯১ রানেই অলআউট হতে হয় রিজওয়ানদের।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে রোহিত শর্মা কিছুটা তুচ্ছতাচ্ছিল্য করেই পাকিস্তানের উদ্দেশ্যে বলেন, এটি ১৯০ এর পিচ নয়। তার মতে, ‘বোলাররা আজকে পুরো ম্যাচ সেট করে দিয়েছে। আমার মনে হয় না এটা ১৯০ রানের পিচ। এক পর্যায়ে তারা ২৮০ করার অবস্থায় ছিল। কিন্তু আমরা সাহসিকতা দেখিয়েছি। এটি নিয়ে আমি সবসময় গর্ব করি।’
ভারতের পাঁচ বোলারই দুটি করে উইকেট পেয়েছেন। বোলারদের এমন পারফরম্যান্সেও খুশি রোহিত। যে-ই বল পেয়েছে সে-ই আজ উইকেট পেয়েছে। আমাদের ৬ জন বোলার আছে যারা তাদের কাজটা ঠিকমত করতে পারে। আমার কাজ অধিনায়ক হিসেবে সঠিক সিদ্ধান্তটা নেওয়া। কন্ডিশন বুঝে কে দলে খেলবে না খেলবে সেটা ঠিক করা আমার কাজ।’
দলের ব্যাটিং পজিশন নিয়ে রোহিত বলেন, ‘আমি একবারও দ্বিধায় ভাবি না, কে কোথায় ব্যাট করবে এটা নিয়ে। এটা আসলেই ভালো দিক। এমন ভারসাম্যপূর্ণভাবেই আমরা আগাতে চাই। মাথা ঠাণ্ডা রেখে এগিয়ে যেতে চাই। ঐ নির্দিষ্ট দিনে আপনাকে ভালো খেলতে হবে এটিই আমাদের লক্ষ্য।’