স্পোর্টস ডেস্ক: এ যেন কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো অবস্থা। ইংলিশ অস্ত্র দিয়েই ইংলিশদের ঘায়েল করলো আফগানিস্তান। ইংল্যান্ড জাতীয় দলে দীর্ঘদিন খেলায় ইংল্যান্ডের খেলোয়াড়দের সম্পর্কে কিছুটা হলেও বেশ ভালো জানাশোনা আছে জোনাথন ট্রটের। আর সে অনুযায়ী পরিকল্পনা সাজিয়ে বাজিমাত করলেন এই ইংলিশ কোচ।
জোনাথন ট্রটের অধীনে আফগানিস্তান পেলো তার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জয়টি। ২০২২ সালের জুলাই মাসে আফগানিস্তানের কোচ হিসেবে নিয়োগ পান জোনাথন ট্রট। দায়িত্ব পাওয়ার পর ওয়ানডেতে তার প্রথম এসাইনমেন্ট ছিল নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ। প্রথম ম্যাচেই সেই সিরিজে আফগানিস্তান ৬০ রানে জয় পেয়েছিল। অবশ্য শেষ ম্যাচ হেরে সেই সিরিজ ১-১ ড্র হয়। আরেকটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
জুন মাসে হওয়া লঙ্কানদের বিপক্ষে আরেকটি সিরিজের প্রথম ম্যাচেও জয় পেয়েছিল আফগানিস্তান। যদিও পরের দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করে তারা। দারুণ টিম কম্বিনেশন গড়ে তোলা জোনাথন ট্রট নিজের ভেলকি দেখান বাংলাদেশ সিরিজে। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে তাদের মাটিতেই সিরিজ জয় লাভ করে আফগানরা।
পাকিস্তানের বিপক্ষে সিরিজে একটি ম্যাচ জিততে মাত্র ১ উইকেটের ব্যবধানে হেরে যায় তারা। যদিও এশিয়া কাপটা একদমই ভালো কাটেনি তাদের। সেখানে একটি ম্যাচও জিততে পারেনি আফগানরা।
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেও আফগানিস্তান ছিল না চেনা ফর্মে। তবে তৃতীয় ম্যাচে এসেই জোনাথন ট্রট তার নিজ দেশকে পেয়ে জ্বলে উঠলেন। দারুণ পরিকল্পনা এঁটে আফগানিস্তানকে উপহার দিলেন তাদের সেরা জয়টিকে।
ট্রট ইংল্যান্ড জাতীয় দলের ৫২টি টেস্ট ম্যাচে ৩৮৩৫ রান ও ৬৮টি ওয়ানডে ম্যাচে ২৮১৯ রান করেছেন।