স্পোর্টস ডেস্ক: বড় মঞ্চে এমন বাজে ফিল্ডিং খুব কমই দেখা যায়। আর এমন ফিল্ডিংয়েরই খেসারত দিতে হলো আফগানিস্তানকে।
একটা পর্যায়ে যেখানে কিউইদের রান ২৫০ এর আশপাশে হবে মনে হচ্ছিল সেখানে তারা ২৮৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায়। আর সে লক্ষ্য তাড়া করতে নেমেই তাসের ঘরের মত ভেঙে পড়ে আফগান ব্যাটিং লাইন আপ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে হাসমতউল্লাহ শহিদির মতে সেই বাজে ফিল্ডিংগুলোই তাদেরকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।
শহিদি বলেন, এরকম উঁচু পর্যায়ের খেলায় আপনাকে এই ক্যাচগুলো নিতে হবে। আমাদের ফিল্ডিং ছিল জঘন্য। আমরা এটার কারণে খুব বাজেভাবে হেরেছি। শেষ ছয় ওভারে নিউজিল্যান্ড অনেক রান করেছে। ৪০ ওভারে আগেই আমরা কয়েকটি ক্যাচ ফেলেছি। আমরা ক্রিজে সেট হওয়া ব্যাটসম্যানদের আটকাতে পারিনি। আমরা চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি।
এইরকম ম্যাচে টস কোনো প্রভাব ফেলে কি না এই প্রশ্নের উত্তরে শহিদি বলেন, আপনি কখনো ১০০% সঠিক হতে পারবেন না যতক্ষণ না আপনি পিচে খেলতেছে। পিচ কিছুটা স্লো ছিল। আমরা ভালো বোলিং করেছি কিন্তু ফিল্ডিংটাই আমাদের চিন্তার কারণ। এটাই আমাদেরকে কষ্ট দিবে। আমাদের আরো কিছু ম্যাচ রয়েছে। আমরা এটা নিয়ে নিজেরা কথা বলবো এবং আশা করি পরের ম্যাচে আরো শক্তিশালী হয়ে ফিরে আসবো।