শেখ সাখাওয়াত হোসেন,পাবনা (জেলা) প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব ঘিরে পাবনার ভাঙ্গুড়ায় সৃষ্টি হয়েছে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনার।
উপজেলার মণ্ডপে মণ্ডপে ঢাক ও কাঁসর বাজছে। ধর্মীয় সংগীতও চলছে। ফুল, ধূপ ও আগর সৌরভ ছড়াচ্ছে। একপাশে প্রদীপ ও মোমবাতি জ্বলছে। বাহারি আলোকসজ্জায় দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক ও গণেশের প্রতিমা উজ্জ্বল। শিশু থেকে বৃদ্ধ-সব বয়সী পুণ্যার্থী প্রতিমার সামনে আসছেন। খালি পায়ে করজোড় করে দেব-দেবীদের প্রণাম করছেন।
শারদোৎসবে দুর্গতিনাশিনী দেবীর অধিষ্ঠান, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। আর দ্বিতীয় দিন শনিবার (২১ অক্টোবর) ছিল মহাসপ্তমী। পঞ্জিকা অনুযায়ী, আজ রোববার মহা অষ্টমী, কাল সোমবার মহানবমী। এভাবে উৎসব চলবে মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন পর্যন্ত।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংগীত কুমার পাল বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও উপজেলার ১৯ টি পূজা মন্ডপে অনেক সাড়ম্বরে পূজা উদযাপন করা হচ্ছে।