স্পোর্টস ডেস্ক: এ যেন আকাশে উড়ার মত অবস্থা। ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মত পাকিস্তানকে পরাজয়ের স্বাদ দিল আফগানিস্তান। পাকিস্তানের বিপক্ষে এর আগে বেশ কয়েকবার লড়াই করেও শেষ সময়ে হারতে হয়েছে আফগানদের। কিন্তু বড় মঞ্চে এসেই জ্বলে উঠলো আফগানরা। তাই এই জয়ের স্বাদ তাদের কাছে অন্যরকম বলে মনে করেন অধিনায়ক হাশমতুল্লাহ শহিদি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে শহিদি বলেন, ‘এ জয়ের স্বাদ বেশ মধুর। আমরা পেশাদার দলের মতই লক্ষ্য তাড়া করে জিতেছি। পরবর্তী ম্যাচের জন্য আমরা প্রস্তুতি নিতে চাচ্ছি। আমরা পরের ম্যাচগুলোতেও এভাবে তাড়া করে জিততে চাই। আমরা দীর্ঘদিন ধরে মানসম্পন্ন ক্রিকেট খেলে আসছি। আমরা যখন এশিয়া কাপে খেলি তখন থেকেই নিজেদের ভেতর আত্মবিশ্বাস আসে।’
বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো জয় পায় তারা ইংল্যান্ডের বিপক্ষে। শহিদি বলেন, ‘প্রথম ইংল্যান্ডের বিপক্ষে এবং আজ পাকিস্তানের বিপক্ষে। পরবর্তী ম্যাচগুলোর জন্য মুখিয়ে আছি। আমরা ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করছি এবং দেশের জন্য খেলছি।’
দলের স্পিনারদের প্রশংসা করে এ অধিনায়ক বলেন, ‘আমাদের স্পিনাররা বেশ ভালো ফর্মে রয়েছে। নূর অসাধারণ ট্যালেন্ট। গুরবাজ ও ইব্রাহিম শুরুতে আমাদের ভালো শুরু এনে দিয়েছে। শুরু থেকেই ম্যাচটি আমাদের হাতে ছিল।’