স্পোর্টস ডেস্ক: শেষ দশ ওভারে প্রোটিয়ারা তুলেছে ১৪৪ রান। তাদের এমন বিধ্বংসী ব্যাটিংয়ে রীতিমতো খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। হেনরিখ ক্লাসেন যেভাবে ব্যাটিং করছিলেন তার কোনো উত্তরই যেন খুঁজে পাচ্ছিল না বাংলাদেশি বোলাররা। কোনোভাবেই তাকে আটকানো যাচ্ছিল না।
১৪৯ রানে পরাজয় বরণ করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সাকিব বলেন, ‘ডি কক অসাধারণ ব্যাটিং করেছ এবং ক্লাসেন যেভাবে শেষটা করেছে যেটার উত্তর আসলে আমরা কেউ পাচ্ছিলাম না। এমন পিচে এরকম ব্যাটিং হতেই পারে। কিন্তু আমাদের আরও ভালো বল করা উচিত ছিল।’
ম্যাচে প্রথম ২৫ ওভার ভালোই বোলিং করেছিল বাংলাদেশ। প্রোটিয়াদের তিন উইকেটও নিয়ে নেয় তারা। সাকিব বলেন, ‘আমরা ২৫ ওভার পর্যন্ত ভালোই বোলিং করেছি এবং তাদের তিনটি উইকেটও নেই। তারপর থেকেই তারা চড়াও হতে থাকে। আমরা শেষ দশ ওভারেই ম্যাচ হেরে গেছি।’
মুশফিক ও রিয়াদের আরও আগে ব্যাটিং করা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। সাকিব সে বিষয়ে বলেন, ‘গেল কয়েকদিন ধরেই তাদের ব্যাটিং অর্ডারে আরও আগে নামার ব্যাপারে আলোচনা হচ্ছে। কিন্তু তাদের যে রোল রয়েছে সেটা তারা ভালোভাবেই করছেন। আমাদের প্রথম চার ব্যাটসম্যানের আরও ভালো করা উচিত। এটি লম্বা টুর্নামেন্ট। আরও অনেক কিছু হতে পারে সামনে।’