স্পোর্টস ডেস্ক: চলতি মৌসুমের শুরু থেকেই বেশ দারুণ ফর্মে রয়েছে বার্সেলোনা। লা লিগায় পয়েন্ট টেবিলের তিনে রয়েছে বার্সা। শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধান মাত্র এক।
চ্যাম্পিয়নস লিগেও বার্সেলোনা তাদের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখেছে। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ঘরের মাঠে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্কে ২-১ ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের তিনটিতেই জয় পেল জাভির দল।
ম্যাচের শুরুতেই দারুণ সুযোগ পায় বার্সা। নয় মিনিটের মাথায় রোমেউর পাস থেকে বল পেয়ে ফার্মিন লোপেজের গোলমুখে নেওয়া শট রিজনিক ব্লক করে দেন নাহলে গোলই হয়ে যেতে পারতো সেটি।
গোল পেতে বার্সাকে অপেক্ষা করতে হয় ২৯ মিনিট পর্যন্ত। গুন্দোগানের বাড়ানো পাস থেকে বল পান ফার্মিন। তার দুর্দান্ত ভলিটি ক্রস বাড়ে লেগে ফিরে আসলে বল যায় ফেরান তরেসের পায়ে। ফিরতি শটে দুর্দান্ত গোল করেন তরেস।
এ গোলের রেশ না কাটতেই ৩৭ মিনিটে আবার গোল পেয়ে যায় বার্সা। এবার দলের হয়ে দুর্দান্ত একটি গোল করেন ফার্মিন লোপেজ। ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের দুর্দান্ত শট গোলবার ঘেঁষে প্রবেশ করে জালে।
দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা। বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে ইউক্রেনের ক্লাবটি।
৫০ মিনিটে আলোনসোর শট রুখে দেন শাখতার গোলরক্ষক। তবে ৬০ মিনিটে গোল পেয়ে বসে বার্সা। তরেসের শট গোলের দেখা পেলেও রেফারি পরবর্তীতে ভিএআরের মাধ্যমে সেটিকে অফসাইডের সিদ্ধান্ত দেন।
এর ঠিক দুই মিনিট পরেই এক গোল শোধ দেয় শাখতার। দারুণ এক কাউন্টার অ্যাটাক দেখে গোল করেন সুদাকভ।
৭০ মিনিটে আবার গোলের সুযোগ পেয়েও এবার বার্সার বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। তরেসের শট গোলবারে লেগে ফিরে আসলে গোলবঞ্চিত হয় বার্সা। ৭১ মিনিটে আবারও গোল পায় বার্সা। এবার ফার্মিন লোপেজের হেড গোলের দেখা পেলেও তার আগে তিনি অফসাইডে থাকা গোল বাতিল করেন রেফারি।
শেষে দিকে গোলের সুযোগ তৈরি করলেও আর গোল করতে পারেনি বার্সা। ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় জাভির দলকে।