স্পোর্টস ডেস্ক: সময়টা একদমই ভালো যাচ্ছে না পাকিস্তানের। বিশ্বকাপ থেকে বিদায়ের ঘন্টা প্রায় বেজে গেছে। অনেক যদি কিন্তুর দোলাচলে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে তারা। প্রোটিয়াদের বিপক্ষে অনেক হাড্ডাহাড্ডি লড়াই করেও ১ উইকেটে পরাজয় বরণ করে নিতে হয়েছিল তাদের।
সেই হারের সঙ্গে এবার জরিমানাও গুণতে হলো পাকিস্তানকে। চেন্নাইতে হওয়া সেই ম্যাচে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।
আইসিসির কোড অফ কন্ডাক্টের অনুচ্ছেদ ২.২২ অনুযায়ী তাদেরকে এই জরিমানা করা হয়। ম্যাচ শেষে এক বিবৃতিতে আইসিসি এমনটাই জানায়।
পরাজয় বরণের পর বাবর আজমকে ডাকা হলে তিনিও দায় স্বীকার করে নিলে আর তেমন ঝামেলা হয়নি তাদের। ম্যাচে পাকিস্তান ৪৬.৪ ওভারে ২৭০ রানে অলআউট হয়ে যায়। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা এক উইকেট হাতে রেখেই সেই ম্যাচ জিতে যায়।