স্পোর্টস ডেস্ক: ২০২৩ সালের ব্যালন ডি অর অনুষ্ঠানে মোট আটটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। যার মধ্যে সবার লক্ষ্য থাকে পুরুষ ব্যালন ডি অর ট্রফির দিকে। এটি পেয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। মেয়েদের এই পুরস্কার পেয়েছেন স্পেনের আইতানা বোনমাতি।
সেরা পুরুষ দলের পুরস্কার ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির ঘরে। মেয়েদেরটা পেয়েছে বার্সেলোনা।
রাশিয়ার সাবেক গোলরক্ষক লেভ ইয়াসিনের নামে দেওয়া ইয়াসিন ট্রফি পেয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে তিনি আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
জার্মান সাবেক তারকা জার্ড মুলারের নামে দেওয়া জার্ড মুলার পুরস্কার পেয়েছেন ম্যানচেস্টার সিটিতে খেলা নরওয়ের আর্লিং হালান্ড। মূলত ক্লাব ও জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতাকে এ পুরস্কার দেওয়া হয়।
মানবিক কার্যক্রমের জন্য এবারের সক্রেটিস অ্যাওয়ার্ড পেয়েছেন ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র। দ্বিতীয়বারের মতো এ পুরস্কার দেওয়া হলো। প্রথমবার পেয়েছিলেন সেনেগালের সাদিও মানে। ব্রাজিলের জাতীয় দলের সাবেক খেলোয়াড় সক্রেটিসের নামেই দেওয়া হয় এ পুরস্কারটি।
কোপা ট্রফি পেয়েছেন রিয়াল মাদ্রিদে খেলা ইংল্যান্ডের জুডে বেলিংহাম। সাধারণত তরুণ তারকাদের এ পুরস্কার দেওয়া হয়। মূলত অনূর্ধ্ব-২১ খেলোয়াড়রা এ পুরস্কার পেয়ে থাকেন। প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে বেলিংহাম এ পুরস্কার পেয়েছেন।
একনজরে
বর্ষসেরা পুরুষ ব্যালন ডি অর : লিওনেল মেসি (আর্জেন্টিনা)
বর্ষসেরা নারী ব্যালন ডি অর: আইতানা বোনমাতি (বার্সেলোনা)
বর্ষসেরা পুরুষ দল: ম্যানচেস্টার সিটি
বর্ষসেরা নারী দল: বার্সেলোনা
জার্ড মুলার ট্রফি: আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি)
ইয়াসিন ট্রফি: ইমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা)
সক্রেটিস অ্যাওয়ার্ড: ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)
কোপা ট্রফি: জুডে বেলিংহাম (রিয়াল মাদ্রিদ)