কিশোরগঞ্জ শহরের রথখোলা নিবাসী সাফায়েত জামিল রাজীবের উপর ফায়ার সার্ভিস কর্মীর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৮জুন) ঈশা খাঁ রোডস্থ তপন কৈরি মার্কেটে (কাপড়ের মাকেট) আন্ডারগ্রাউন্ডে অবস্থিত আল-আমিন টেইলার্স সংলগ্ন স্থানে বৈদ্যুতিক স্ফুলিঙ্গের মাধ্যমে আগুনের শিখা দেখলে কিশোরগঞ্জ ফায়ার স্টেশনে ফোনের মাধ্যমে সাহায্য চাইলে ফায়ার স্টেশন থেকে একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুনের শিখা স্থিমিত দেখে স্থানীয় ব্যবসায়ীদের প্রতি ফায়ার সার্ভিস কর্মীরা ক্ষুদ্ধ হয়ে পড়েন। বিদ্যুৎ অফিসে ফোন না করে কেন ফায়ার সার্ভিস অফিসে ফোন করা হল এই প্রশ্ন নিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দোকান কর্মচারীদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ফায়ার সার্ভিস কর্মীরা প্রচণ্ড ক্ষোভে ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের উপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
এসময় উপস্থিত সাধারণ জনগণ এই আচরণের প্রতিবাদ করেন। এরই এক পর্যায়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা মো: রাকিব অগ্নিনির্বাপক পানির পাইপের লোহার ভারী অংশ দিয়ে সেখানে উপস্থিত রথখোলা নিবাসী মো: সাফায়েত জামিল রাজীবের মাথায় জোরে আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে রক্ত বের হতে থাকলে তাঁকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা প্রদান করেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোবারকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,ঘটনার দিন আমাদের তিন জন কর্মকর্তাকে তারা লাঞ্চিত করেছেন। বিশেষ করে ফায়ার সার্ভিস কর্মকর্তা মো: রাকিবকে মারাত্মক আহত করেছেন তারা। বর্তমানে সে জ্বরে আক্রান্ত । জনগণের সেবা করতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের লাঞ্চিত হওয়ার ঘটনা খুবই দুঃখজনক।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার ২১ জুন ২০২০ইং তারিখ সকালে শহরের রথখোলা ঈশা খাঁ রোডস্থ ব্যবসায়ী, দোকান কর্মচারীরা ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন।