স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ চলাকালীন বা এরপর কোনো ধরনের আতশবাজি ফোটানো যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের ক্ষেত্রেও।
মুম্বাই ও দিল্লিতে বায়ুদূষণের মাত্রা চরম আকার ধারণ করায় এমন পদক্ষেপ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামীকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি শ্রীলঙ্কা। একইসাথে আগামী ৬ নভেম্বর দিল্লির ফিরোজ শাহ কোটলায় (বর্তমানে অরুন জেটলি স্টেডিয়াম) শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই দুটি ম্যাচে কোনো ধরনের আতশবাজি ফোটানো যাবে না।
মুম্বাইয়ের হাইকোর্ট বায়ুদূষণ সম্পর্কিত সুয়োমোটা মামলার বিচারকাজ শুরু করার পর বিসিসিআই এই ঘোষণাটি দিয়েছে। পরে এসব বিধিনিষেধের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অফিসিয়াল আলোচনার কথা প্রকাশ করেছে বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ। যে কারণে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে কোনো ধরনের আতশবাজির দেখা মিলবে না।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় শাহ বলেন, ‘আমি আইসিসির সাথে আনুষ্ঠানিক আলোচনা করে পদক্ষেপটি নিয়েছি। যে কারণে মুম্বাই ও দিল্লিতে কোনো ধরনের আতশবাজির প্রদর্শন করা হবে না; যা দূষণের মাত্রাকে আরও বাড়িয়ে দেবে। পরিবেশ ইস্যুতে যে কোনো পদক্ষেপ নিতে বোর্ড প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সবসময় আমাদের ভক্ত ও স্টেকহোল্ডারদের প্রত্যাশাকে গুরুত্ব দেই।’
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডে দেওয়া পরিসংখ্যান অনুসারে, গত ৩১ অক্টোবর দূষণ পরিমাপক স্কেল এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) মুম্বাই ১৭২ পয়েন্টে পৌঁছে যায়। দিল্লিতে বায়ু দূষণের মাত্রা ২০২০ সালের পর সবচেয়ে খারাপ অবস্থায় দেখা গেছে অক্টোবর মাসে।