স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ইতিহাসে এ প্রথমবারের মতো সবগুলো দলই দুটি করে ম্যাচ জেতার ঘটনা ঘটলো। নেদারল্যান্ডস সেখানে দশ দলের ভেতর সবার শেষে অবস্থান করছে। অথচ একটা সময়ে তাদের সামনে সুযোগ ছিল সেমিফাইনালে ওঠার। কিন্তু ব্যর্থ হন তারা।
শেষ ম্যাচে ডাচদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত যারা এবারের বিশ্বকাপে একটি ম্যাচেও হারেনি। ইংল্যান্ডের কাছে ১৬০ রানের বড় ব্যবধানে হেরে ডাচদের ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার তেজা নিদামানুরুর বলেন, ‘ক্রিকেটে সবকিছুই সম্ভব। তাই আমাদের জেতাটাও সম্ভব।’
২৯ বছর বয়সী তেজা ভারতের প্রশংসা করে বলেন, ‘তারা এ টুর্নামেন্টের সেরা দল। টেবিলের এক নম্বরে অবস্থান করছে। আমরা খুবই উজ্জীবিত তাদের বিপক্ষে খেলা নিয়ে।’
নিজেদের সামর্থ্য সম্পর্কে এ ব্যাটার বলেন, ‘আমরা আমদের ব্রান্ড অব ক্রিকেটটা খেলি। আমাদের স্পিন ভালো খেলে এমন ক্রিকেটারও আছে আবার উইকেট নিতে পারে বোলিংয়ে এমন ক্রিকেটারও আছে। তবে অবশ্যই ভাগ থাকতে হবে সঙ্গে। তারা অবশ্যই শক্তিশালী দল, তবে যেকোনো কিছুই ঘটতে পারে।’
বিশ্বকাপে যে সেমিফাইনালের লক্ষ্য নিয়ে এসেছিল নেদারল্যান্ডস তা পূরণ করতে না পারায় হতাশ তেজা। তিনি বলেন, ‘অবশ্যই এটা খুব হতাশাজনক শেষে অবস্থান করাটা। আমাদের লক্ষ্যই ছিল সেমিফাইনাল খেলা। তবে, আমরা আমাদের নিয়ে গর্ব করি।’