স্পোর্টস ডেস্ক: নিয়ম রক্ষার ম্যাচটাতে ভারত যেন রীতিমত ছেলেখেলায় মেতে উঠেছিল। ৪১১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে দিয়ে ডাচ ব্যাটারদের নিয়ে বেশ মজাই করলো ভারতীয় ক্রিকেটাররা।
এই ম্যাচে হার-জিত যেটাই হোক না কেন ভারত টেবিলের শীর্ষে থেকেই সেমিফাইনালে উঠবে। হার্দিক পান্ডিয়ার ইনজুরিতে একজন অলরাউন্ডার কমে গেছে ভারতের। সেজন্য দলের ষষ্ঠ বোলার খুঁজতে ডাচদের বিপক্ষে যেন বোলিং অনুশীলন করলেন ভারতের প্রায় সবাই।
বোলিংয়ে হাত ঘুরিয়েছেন কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল ও সুর্যকুমার যাদব। যাদের আমরা ব্যাটার হিসেবেই জানি।
কোহলি ৯ বছর পর পেয়েছেন ওয়ানডে উইকেট। অন্যদিকে রোহিত শর্মা পেয়েছেন ১১ বছর পর। ২০১২ সালে রোহিত ও ২০১৪ সালে কোহলি সর্বশেষ উইকেট পেয়েছিলেন ওয়ানডে। এই ম্যাচে কোহলি ৩ ওভারে দেন ১৩ রান ও রোহিত শর্মা ৫ বল করে দেন ৭ রান।
রোহিত ও কোহলি উইকেট পেলেও ১১ রান ও ১৭ রান দিয়ে উইকেট শূন্য থাকেন যথাক্রমে গিল ও সুর্যকুমার।
ম্যাচ শেষে ভারতের কোচ রাহুল দ্রাবিড় জানান, নয় বোলার ব্যবহার তাদের পরিকল্পনামাফিকই হয়েছে। তিনি বলেন, পার্টটাইম বোলারদের সাধারণত দরকার হয় না। তবে দরকার হতে পারে তাই এই ম্যাচে আমরা তাদের দেখেছি।
বিশ্বকাপে এক ইনিংসে এ নিয়ে তৃতীয়বার নয় বোলার ব্যবহার করার ঘটনা ঘটলো। এর আগে ১৯৮৭ সালে ইংল্যান্ড শ্রীলঙ্কার বিপক্ষে ও চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ড পাকিস্তানের বিপক্ষে নয় বোলার ব্যবহার করেছিল।