1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

দ্রুততম ৫০ গোলের রেকর্ড হালান্ডের

  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক: চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের গোলদাতাদের নেতৃত্ব দিচ্ছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হালান্ড। এবার দুর্দান্ত এক রেকর্ডই করে ফেললেন এই নরওয়েজিয়ান।

প্রিমিয়ার লিগের ফুটবলার হিসেবে দ্রুততম ৫০ গোলের মাইলফলকে পৌঁছে গেলেন ২৪ বছর বয়সী এই তারকা ফুটবলার। রেকর্ডটি গড়তে তিনি খেলেছেন ৪৮টি ম্যাচ।

হালান্ডের আগে এতদিন দ্রুততম ৫০ গোলের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের ফুটবলার অ্যান্ড্রু কোলের। সর্বশেষ নটিংহাম ফরেস্টের হয়ে খেলা এই তারকা ৬৫টি ম্যাচে ৫০ গোল করেছিলেন।

এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সর্বশেষ নিউক্যাসলের হয়ে খেলা অ্যালান শিয়ারার। তিনি ৬৬ ম্যাচে ৫০টি গোল করেছিলেন। তারপরের অবস্থানে রয়েছেন ডাচ ফুটবলার রুড ভ্যান নিস্টেলরয় (৬৮)। পঞ্চম স্থান ভাগাভাগি করেছেন স্প্যানিশ তারকা ফার্নান্দো টরেস এবং মিশরের মোহাম্মদ সালাহ। তারা এই মাইলফলকে যেতে খেলেছেন ৭২টি ম্যাচ।

শনিবার (২৫ নভেম্বর) ম্যানচেস্টারে ইতিহাদ স্টেডিয়ামে শীর্ষস্থান ধরে রাখার ম্যাচে লিভারপুলের বিপক্ষে মাঠে নামে ম্যানসিটি। ম্যাচের ২৭তম মিনিটে লিভারপুলের দু্ই খেলোয়াড়কে কাটিয়ে হালান্ডকে বল অ্যাসিস্ট করেন নেদারল্যান্ডসের ডিফেন্ডার নাথান আকে।

সেই বল নিজের পায়ে নিয়ে বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে গোলপোস্টের ডানপাশ দিয়ে জালে জড়িয়ে দেন হালান্ড। এই গোলেই প্রিমিয়ার লিগের সবার শীর্ষে নাম লেখান তিনি।

আজকের গোলটিসহ এই মৌসুমে মোট ১৪টি গোল করেছেন হালান্ড। তার থেকে চার গোল পিছিয়ে আছেন লিভারপুলের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। মিশরের তারকা সালাহ চলতি মৌসুমে গোল করেছেন ১০টি।

লিভারপুলের বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্র করে ম্যানসিটি। হালান্ডের গোলটি দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৮০তম মিনিটে শোধ করেন ইংল্যান্ডের ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সজান্ডার আর্নল্ড। ওই গোলে অ্যাসিস্ট করেছিলেন সালাহ।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..