স্পোর্টস ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আধিপত্য বিরাজ করে খেলছে ভারত। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার করা ২০৮ রানের লক্ষ্যও তাড়া করে জিতে গিয়েছিলো সুর্যকুমার যাদবের দল।
থিরুভানান্তাপুরমে দ্বিতীয় ম্যাচেও রীতিমত ব্যাট হাতে ঝড় তুলেছে ভারতীয় ব্যাটাররা। তিনজন ব্যাটার করেছেন হাফ সেঞ্চুরি। যার সুবাধে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রানের বিশাল স্কোর গড়ে তুলেছে ভারত।
থিরুভানান্তাপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথ্যু ওয়েড। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তুলতে থাকেন দুই ভারতীয় ওপেনার জসস্বি জয়সওয়াল ও ঋুতুরাজ গায়কোয়াড়।
দু’জন মিলে ৫.৫ ওভারে (৩৫ বল) ৭৭ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন। ২৫ বলে ৫৩ রান করে এ সময় আউট হন জয়সওয়াল। ৯টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি।
ঋুতুরাজ গায়কোয়াড় ৪৩ বলে খেলেন ৫৮ রানের বিধ্বংসী ইনিংস। তার ইনিংস সাজানো ছিল ৩টি বাউন্ডারি এবং ২টি ছক্কার মারে। আরেকটি বিধ্বংসী ইনিংস উপহার দেন ইশান কিশান। ৩২ বলে ৫২ রানের ইনিংস খেলে আউট হন তিনি। ৩টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কার মার মারেন তিনি। ১০ বলে ১৯ রান করেন সুর্যকুমার যাদব। ৯ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং।
শেষ পর্যন্ত মাত্র ৪ উইকেট হারিয়ে ২৩৫ রানের বিশাল স্কোরে গিয়ে থামে ভারত। ৭ রানে অপরাজিত থাকেন তিলক বার্মা। অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস ৪৫ রানে নেন ৩ উইকেট। ১ উইকেট নেন মার্কাস স্টোইনিজ।