জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন কতৃক প্রতি বছর দেশের বিত্তবান ও অবস্থাসম্পন্ন ব্যাক্তিদের কাছ থেকে যাকাত সংগ্রহ করা হয়। সরকারি যাকাত ফান্ডে প্রাপ্ত অর্থ সবসময় যথাযথভাবে ইসলামি শরিয়াহ মোতাবেক ব্যায় করা হয়ে থাকে। এই অর্থ প্রতিবছর অসহায় দুস্থদের আত্নকর্মসংস্থান, শিশু হাসপাতালে চিকিৎসা কার্যক্রম, শিক্ষাবৃত্তি প্রদান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা, বৃক্ষরোপন কার্যক্রম, প্রতিবন্ধীদের পুনর্বাসন, দুস্থ মহিলাদের সেলাই প্রশিক্ষণ কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যায় করা হয়ে থাকে। সরকারি যাকাত ফান্ডে জমাকৃত অর্থ আয়করমুক্ত।
চলতি বছর কিশোরগঞ্জ জেলায় সরকারিভাবে যাকাত আদায় হয়েছে ১২ লক্ষ ৪৯ হাজার টাকা যা এযাবতকালের মধ্যে সর্বোচ্চ এবং গত বছরের তুলনায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা বেশি। এই অর্থ থেকে আজ মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী কিশোরগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী এর নির্দেশনা মোতাবেক কিশোরগঞ্জ জেলার ৯০ জন অসহায় ও দুস্থদের মাঝে ৩৫০০ টাকা করে সর্বমোট ৩ লক্ষ ১৫ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। মাননীয় জেলা প্রশাসকের পক্ষে টাকা তুলে দেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ ফারুক আহমেদ, উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালেক্টরেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ উবায়দুর রহমান সাহেল, ইসলামিক ফাউন্ডেশন, কিশোরগঞ্জ এর সকল উপজেলার ফিল্ড অফিসার, ফিল্ড সুপারভাইজারসহ সুবিধাভোগীরা।
“সরকারি যাকাত আদায়ে এগিয়ে আসুন
দারিদ্র্য বিমোচনে সহায়তা করুন। “