গাজী মো. তাহেরুল আলম: আজ ২০ ডিসেম্বর (বুধবার) ভোলার বোরহানউদ্দিনের উপশহর কুঞ্জেরহাট বাজারের প্রাণকেন্দ্রে কুঞ্জেরহাট ইসলামী একাডেমির বহুতলা ভবনে ৩য় ক্যাম্পাসের শুভ উদ্বোধন হলো। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন, কবি, লেখক ও চিকিৎসক গাজী মো. তাহেরুল আলম (লিটন)। এসময় উপস্থিত ছিলেন: একাডেমির প্রধান শিক্ষক মো. আমানুল্লাহ্ ও সহকারি প্রধান শিক্ষক আরিফুল ইসলামসহ অভিভাবক, শিক্ষক ও শুভানুধ্যায়ীবৃন্দ।
৩য় ক্যাম্পাসে ১ জানুয়ারি ২০২৪ থেকে মাধ্যমিক পর্যায়ের পাঠদান নতুন কারিকুলামে শুরু হবে।
উল্লেখ্য, কুঞ্জেরহাট ইসলামী একাডেমি ২০১২ সালে ভোলার মধ্যবর্তী কুঞ্জেরহাট বাজারে প্রতিষ্ঠিত হয়। প্রায় ১ যুগ ধরে প্রতিষ্ঠানটি সাফল্যের সাথে একাডেমিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটিতে জেনারেল, হিফয্, নাজেরা ও ক্বওমি শাখা চালু রয়েছে।