স্পোর্টস ডেস্ক: অধরা জয়ের ধরা অবশেষে। প্রায় সোনার হরিণ হয়ে যাওয়া জয়ের দেখা মিললো আজ শনিবার। এ জয়ে পুলক অনুভব করলেও বিসিবির অন্যতম শীর্ষ কর্মকর্তা জালাল ইউনুস মনে করেন, ‘শনিবার নেপিয়ারে টাইগাররা দুটি নতুন কাজ করে দেখিয়েছে।’
কী সেটা? জালালের ব্যাখ্যা, ‘পেস বোলররা দেখিয়ে দিলেন, আমরা ক্যাপাবল। ঘাসের উইকেটে কোন লাইন-লেন্থ ও টেকনিকে বল করতে হয়? তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের পেসাররা। সেটাই শেষ নয়, আমাদের ব্যাটারা ওই ৯৯ রানের ছোট্ট টার্গেট তাড়া করতে গিয়েও দেখিয়ে দিয়েছে, তারাও ক্যাপাবল। ফাস্ট ও সবুজ ঘাসের উইকেটে হাত খুলে অ্যাটাকিং ফুটবল খেলতে ক্যাপাবল।’
জালের ব্যাখ্যা, ‘এই ঘাসের উইকেটে সঠিক জায়গায় বল ফেলাটা খুব জরুরি। সেটা আমাদের বোলাররা শিখেছে। রাইট এরিয়ায় বল করেছে বলেই সাকসেস এসেছে।’
জালালের অনুভব, রাইট এরিয়ায় বল করে কিউইদের ১০০’র নিচে অলআউট করাই শেষ কথা নয়। আজ নেপিয়ারে শান্ত আর এনামুল হক বিজয়রাও একটি দারুণ কাজ করেছে। জালালের ধারনা সেটা শুধু ম্যাচ জেতাতেই সহায়তা করেনি, কিউই ফাস্ট বোলারদের পাল্টা চেপে বসার সব চেষ্টাও গেছে বিফলে।
জালার মনে করেন, ‘ঘাসের পিচে এই ছোট্ট টার্গেট কখনো কখনো বিপজ্জনক হয়ে যায়; কিন্তু আজ নেপিয়ারে শান্ত ও এনামুল বিজয় অ্যাটাকিং স্ট্র্যাটেজি নিয়ে খেলে কিউই ফাস্ট বোলারদের পাল্টা আক্রমণের সব পথ বন্ধ করে দিয়েছে।’
জালালের শেষ কথা, ‘পেস বোলাররা ঘাসের উইকেটে জায়গামত বোলিং করে দেখিয়েছে, এ ধরনের পিচে আমরা জায়গামত বল ফেলতে পারি। আর ব্যাটাররা ফাস্ট উইকেটে ১৫ ওভারের মধ্যে ৯০ প্লাস রান টপকে জানান দিল, আমরাও এমন উইকেটে স্বচ্ছন্দে অ্যাটাকিং ব্যাটিং করতে পারি। এটা খুব গুরুত্বপূর্ণ। ক্রেডিট ছেলেদের।’