স্পোর্টস ডেস্ক: পার্থে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। মেলবোর্নে দ্বিতীয় ম্যাচ (বক্সিং ডে টেস্ট) শুরু ২৬ ডিসেম্বর। তার আগে পাকিস্তানি বোলারদের নিয়ে হতাশা প্রকাশ করলেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক।
অসি দলের এই এক্সপ্রেস ফাস্ট বোলার জানালেন, শুধু তিনি নন, পুরো অস্ট্রেলিয়া দলই বিস্মিত যে পাকিস্তানি পেসারদের মধ্যে সেই গতিটা দেখা যাচ্ছে না।
অথচ অস্ট্রেলিয়ার সঙ্গে পাকিস্তানের লড়াইটা হবে পেসের, এমনটাই ভাবা হয়েছিল সিরিজ শুরুর আগে। সেটা এখন পর্যন্ত দেখা যায়নি।
পাকিস্তানে পেস আক্রমণের সেরা অস্ত্র শাহিন শাহ আফ্রিদি একদমই গড়পড়তা হয়ে গেছেন। বরং টেস্ট অভিষেক হওয়া দুই তরুণ পেসার খুররাম শাহজাদ আর আমের জামাল যথেষ্ট ভালো করেছেন। শাহিন পান এক উইকেট, খুররাম ৫টি আর আমির জামাল দুই ইনিংসে নেন ৭ উইকেট।
অস্ট্রেলিয়ার পেসার স্টার্ক জানালেন, পাকিস্তানি পেস আক্রমণে গতির ঘাটতি দেখে তারা সবাই বিস্মিত। যদিও পেসারদের বলে গতিই সব নয়, সেটাও মানছেন তিনি।
স্টার্ক বলেন, ‘আমার মনে হয়, পাকিস্তানি বোলারদের গতির ঘাটতি দেখে অনেকেই কিছুটা বিস্মিত হয়েছে। কেননা কয়েকজনকে ১৫০ গতিতে বল করতে দেখে আপনারা অভ্যস্ত। আমি এটা মনে করি না যে পেসই সবকিছু। তবে এর (পেস) কার্যকারিতা আছে, যা সাহায্য করে।”
পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুসও ‘ক্রিকইনফো’র সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দলের পেসারদের নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘মিডিয়াম আর স্লো মিডিয়াম পেসার দেখছি। দেখছি অলরাউন্ডার। কিন্তু সত্যিকারের পেস তো নেই। মানুষ পাকিস্তানি পেসারদের দেখে অভ্যস্ত যে তারা দ্রুত দৌড়ায় এবং ১৫০-তে (কিলোমিটার/ঘণ্টা) বল করে। আমি সেটা দেখতে পাচ্ছি না, দুশ্চিন্তার ব্যাপার!’