স্পোর্টস ডেস্ক: বাবর আজম অবশেষে ছন্দে ফিরেছেন। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দল হারলেও ৩৫ বলে ৫৭ রানের ইনিংস খেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
এ ইনিংস খেলার পথে আবার নতুন এক মাইলফলকে নাম লিখিয়েছেন বাবর। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছেন পাকিস্তানি ব্যাটিং সেনসেশন।
এই মুহূর্তে টি-টোয়েন্টিতে বাবরের মোট রান ৩৫৩৮। এর আগে তৃতীয় স্থানে ছিলেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। তার মোট রান ৩৫৩১।
৪০০৮ রান নিয়ে তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ভারতের বিরাট কোহলি। দ্বিতীয় স্থানে আরেক ভারতীয় রোহিত শর্মা। তার মোট রান ৩৮৫৩। বাবরের সামনে এখন কেবল এ দুজনই।