স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটে বিশেষ করে টেস্টে এমন দিন আসে কালেভদ্রে। ৭ বছর আগে সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম মিলে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে গড়েছিলেন ৩৫৯ রানের মহাকাব্যিক জুটি।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটিই এখন পর্যন্ত সেরা জুটি। সাকিব আল হাসানের ডাবল সেঞ্চুরিও তার ক্যারিয়ারের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র দ্বিশতক।
সপ্তম বর্ষপূর্তিতে বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম স্মরণীয় দিনটির স্মৃতিচারণা করলেন সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল পেজ থেকে মুশফিকের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সাকিব। যে ছবিতে লেখা, ‘অন দিস ডে ইন ২০১৭, দ্য পার্টনারশিপ অব এ লাইফটাইম।’
সাকিবের ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ‘২০১৭ সালের এই দিনে, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম নিউজিল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড ভাঙা ৩৫৯ রানের বিশাল জুটি গড়ে বাংলাদেশকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দেন। ইনিংস চলাকালে, টেস্ট ক্রিকেটে সাকিব তার ব্যক্তিগত সর্বোচ্চ ২১৭ রানের ইনিংস খেলেন, এবং মুশফিক ১৫৯ রান করেন। এটি এখনো টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটি, নিউজিল্যান্ডে সফরকারী দলগুলোর মধ্যে সর্বোচ্চ এবং ৫ম উইকেটে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ জুটি।’