শেখ সাখাওয়াত হোসেন, পাবনা (জেলা) প্রতিনিধি:
পাবনার চাটমোহরের খাজা আশরাফ জিন্দানীর মাজার শরীফের গিলাফ কাফেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে বাৎসরিক ওরশ শরীফের প্রথম দিনে পীর কেবলা বাবা ইসমাইল শাহ আল-কাদেরী’র পক্ষ থেকে এ গিলাফ কাফেলা অনুষ্ঠিত হয়।
এই আল্লাহর অলির মাজার পাবনা জেলার চাটমোহর উপজেলার নিমাইচরা ইউনিয়নের সমাজ গ্রামে অবস্থিত। গিলাফ কাফেলা’য় মিলাদ কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন ভাঙ্গুড়ার পীর কেবলা বাবা ইসমাইল শাহ আল-কাদেরী।
উক্ত গিলাফ কাফেলা’য় ভিআইপি সাধু সেলিম আল-জিন্দানী, আওলাদে মুর্শিদ মেহেদী হাসান আল-কাদেরী, পাগল আউয়াল আল-চিশতী, হাফিজ আল-আফ্রিদী, মিজানুর রহমান বিদ্যুৎসহ শতাধিক অলি আউলিয়া ভক্ত উপস্থিত ছিলেন।
প্রতিবছর তিন দিনব্যাপী বাৎসরিক ওরস শরীফ অনুষ্ঠিত হয়। এ মাজারে শুয়ে থাকা আল্লাহর অলির ভক্তবৃন্দ প্রতিবছর বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য ভক্ত অনুরাগী এ মাজারে আসেন। পাবনা জেলার পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকেও অসংখ্য হাজারো ভক্তের মিলন মেলায় পরিণত হয় মাজার শরীফ প্রাঙ্গণ। সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ হয়েছে এবারের গিলাফ কাফেলা।