ধর্ম ডেস্ক: জাজিম, তোশক ইত্যাদি যেগুলো ধোয়া অসম্ভব, সেগুলোতে নাপাকি লেগে গেলে নাপাকি শুকিয়ে যাওয়ার পর জায়নামাজ বা কোনো পবিত্র কাপড় বিছিয়ে তার ওপর নামাজ পড়া যাবে এবং তা ব্যবহারও করা যাবে।
মোটা তোশক বা জাজিমের এক পিঠে নাপাকি লাগলে তার অপর পিঠে যদি নাপাকির রং, আর্দ্রতা বা গন্ধ প্রকাশ না পায়, তাহলে অপর পিঠে নামাজ পড়া যাবে। একইভাবে তোশক, কাঁথা, লেপ বা কম্বলের এক অংশ নাপাক হলে এর পাক অংশে নামাজ পড়া জায়েজ আছে।
মাদুর, কার্পেট, ফোম, তুলা ভরা বালিশ, লেপ, তোশক অর্থাৎ নিংড়ানো যায় না কিন্তু পানি শোষন করে এমন কাপড় বা আসবাবপত্র পবিত্র করার উপায় হলো একবার ধুয়ে পানি ঝরার জন্য রেখে দেবে। পানি ঝরে গেলে আবার ধুবে। এভাবে তিন বার ধুলে পবিত্র হয়ে যাবে।