স্পোর্টস ডেস্ক: মিরপুর টেস্টে ৭ উইকেটের বড় ব্যবধানে হারের পর সিরিজ বাঁচাতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই বাংলাদেশের। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে সফরকারী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেটে ১০৯ রান করে প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে আফ্রিকা। ৪৯ রানে অপরাজিত আছেন ডি জর্জি, ২৩ রান নিয়ে টিকে আছেন ত্রিস্তিয়ান স্টাবস। সকালের সেশনে স্বাগতিদের একমাত্র প্রাপ্তি বলতে মার্করামের উইকেটটা। বাংলাদেশকে একমাত্র ব্রেকথ্রু এনে দেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
আজ (মঙ্গলবার) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। ব্যাটিং বান্ধব উইকেটে ব্যাট হাতে সফরকারীদের শুরুটাও হয়েছে দাপুটে। বাংলাদেশের বোলাররা তেমন একটা দাপট দেখাতে পারেননি এখনও পর্যন্ত।
দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি ভাঙতে ১৮তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। দলীয় ৬৯ রানের মাথায় প্রথম ব্রেকথ্রু এনে দেন তাইজুল ইসলাম। অবশ্য এক্ষেত্রে ব্যাটার মার্করাম উইকেটটা উপহার দিয়ে এসেছেন বললেও বাড়াবাড়ি হবে না।
তাইজুলের হাওয়ায় ভাসানো বল ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারতে গিয়েছিলেন মার্করাম। কিন্তু প্রোটিয়া ওপেনারের শেষ রক্ষা হয়নি। মিড অনে দাঁড়ানো মুমিনুল হকের হাতে ধরে পড়েন। ৫৫ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরত গেছেন মার্করাম। এরপর আর কোনো উইকেটের পতন হয়নি সফরকারীদের।
প্রথম টেস্টে হারের পর সিরিজ বাঁচানোর এই টেস্টের একাদশে তিন পরিবর্তন নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। বাদ পড়েছেন জাকের আলী , লিটন কুমার দাস এবং নাইম হাসান। তাদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির হাসান এবং নাহিদ রানা।
অবশ্য ইনিংসের সপ্তম ওভারেই প্রথম উইকেট পেতে পারতো বাংলাদেশ। টনি ডি জর্জির ক্যাচ ছেড়ে দেন অভিষেক টেস্ট খেলতে নামা উইকেটকিপার ব্যাটার অঙ্কন। সুযোগটা যদিও তত সহজ ছিল না। বাঁদিকে অনেকটা ঝাঁপিয়ে পড়েও ক্যাচের নাগাল পাননি অঙ্কন।