রাকিব শান্ত, উত্তরবঙ্গ ব্যুরো প্রধান:
বগুড়ার শাজাহানপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র সহ স্বেচ্ছাসেবক লীগ নেতা শামিম আহমেদ কে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (১১ নভেম্বর) মধ্যরাতে শাজাহানপুর আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার শাজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
গ্রেপ্তারকৃত সন্ত্রাসী শামিম আহমেদ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। তিনি আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সঙ্গে রাজনীতি করতো বলে জানা গেছে।
শামিম আহমেদ থানায় হামলা করে আসামি ছিনতাই, ভূমি দখল, মাদক সহ একাধিক মামলার আসামী। এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম।
স্থানীয় এলাকাবাসীরা জানান,শামিম আহমেদ পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে নুরু বাহিনী হয়ে বিভিন্ন সময়ে পিস্তল সহ অবৈধ অস্ত্রের ব্যবহার করতেন। এলাকাবাসীকে অস্ত্রের মাধ্যমে জিম্মি করে বাড়ি ঘর দখল, চাঁদাবাজি, মাদক সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অবৈধ অস্ত্র মজুদে রহিমাবাদ এলাকায় শামিমের বাড়িতে অভিযান চালিয়ে তার সংরক্ষণে থাকা কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম বলেন, আওয়ামী সন্ত্রাসী শামিম আহমদ এর বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র আইনের মামলা হয়েছে।