বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলা বাস-মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় শহরের টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে সমিতির সদস্যদের নিয়ে বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী ফজলুর রহমান তালুকদার।
সভায় বক্তব্য রাখেন নিহত পরিবহন ব্যবসায়ী এ্যড. মাহবুর আলম শাহীনের স্ত্রী শিল্পী, বিএনপি নেতা ও পরিবহন ব্যবসায়ী শহিদুল ইসলাম বাবলু, আব্দুল জলিল বাকী, মঞ্জু সরকার, খান কবির, সিরাজুল ইসলাম খোকন, সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ সাজু, বেবি হাসান, নুরুল ইসলাম, আকবর আলী, আব্দুর রাজ্জাক, মোমিনুল ইসলাম ও শ্রম অধিদপ্তর বগুড়ার সহকারি পরিচালক, মাকছুদা বেগম প্রমুখ।
বিশেষ সাধারণ সভায় বক্তারা বলেন, সরকার পতনের পর বিগত কমিটির নেতারা পালাতক, কিন্তু ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য নিজেদর পছন্দের লোককে দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষনা করেছে, নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদককে দায়িত্ব না দিয়ে নিজেদের মত করে সাধারণ সম্পাদক বানিয়েছে, যা সমিতির গঠনতন্ত্র পরিপন্থী।
সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন আহবায়ক কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। আহবায়ক কমিটি গঠন করে আগামী তিন মাসের মধ্যে সকল নিয়ম মেনে নির্বাচন দেয়া দাবি জানান সাধারণ সদস্যরা।