আঁতেলের আঁতলামি
আঁতেল, সে সারাদিন পড়ে।
পড়াশোনার কথাতেই
শুধু টনকটি তার নড়ে।
প্রথম নাকি হতেই হবেই
করে অঙ্গীকার।
পড়াশোনাতে আঁতেলদের তাই
জুড়ি মেলা ভার।
বন্ধুরা বলে,চল ঘুরে আসি।
আঁতেল বলে,
তোরা যা,আমি একটু পড়েই আসি।
নাওয়া খাওয়ার সময় ছাড়া
বইয়ে থাকে ডুবে।
মাথায় তার চিন্তা নাই
কখন ঘুম দিবে।
সবাই দেয় আড্ডা,আঁতেল অংক কষে।
বন্ধুরা যায় ঘুরতে,আঁতেল থাকে বইয়ের সাথে বসে।
সবশেষে আঁতেল একদিন
সরকারিতে চান্স পেল,
সবাই তো খুশি।
আর আঁতেল তো মহাখুশি
পড়া পাবে বেশি বেশি।
কি মজাটাই না হলো আঁতেল এর বেশি পড়া পেয়ে।
বাকি সবার মজা হলো আঁতেল এর টাকায় খেয়ে দেয়ে।