শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
 
							
							 
                    ওয়েব ডেস্ক: খুলনায় খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে পুলিশ পরিচয়ে অপহরণের ৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে। রোববার (১৩ জুলাই) রাত সাড়ে ১২ টার দিকে তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয় থেকে হাত, পা এবং চোখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়ার পর ওই খাদ্য কর্মকর্তাকে খুলনা সদর থানায় রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অপহরণের শিকার সুশান্ত কুমার মজুমদার খাদ্য বিভাগের খাদ্য পরিদর্শক পদে খুলনার ৪নং ঘাট ইনচার্জ হিসাবে কর্মরত আছেন। এর আগে সুশান্ত মজুমদারকে রোববার সন্ধ্যা ৭ টার দিকে ৪ নং ঘাট এলাকা থেকে পুলিশ তুলে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি এবং তার মুক্তির জন্য পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে ওই চক্রটি। এ ঘটনায় খাদ্য বিভাগের ওই কর্মকর্তার স্ত্রী মাধবী রানী মজুমদার খুলনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে রেজা এবং বাবু মণ্ডল নামে দুই ব্যক্তির নাম উল্লেখ করেছেন মাধবী রানী।
খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, অপহরণের পরপর খুলনা সদর থানা পুলিশ অভিযান শুরু করে। পুলিশের অভিযানে আতঙ্কিত হয়ে অপহরণকারীরা তাকে তেরখাদা উপজেলার আজগড়া গ্রামের বিআরবি উচ্চ বিদ্যালয়ের মাঠে হাত-পা এবং চোখ বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়। পরবর্তীতে সেখানকার পুলিশের সহয়তা নিয়ে খাদ্য কর্মকর্তা সুশান্ত কুমার মজুমদারকে উদ্ধার করা হয়। থানায় এনে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এর পরে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় নগরীর ৪ নং ঘাট এলাকার নাসিমার চায়ের দোকান থেকে কয়েকজন ব্যক্তি খাদ্য কর্মকর্তা সুশান্ত কুমার মজুমদারকে চাঁদার দাবিতে অপহরণ করে নেয়। এ সময়ে অপহরণকারীরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ওই খাদ্য কর্মকর্তাকে ট্রলারযোগে নদীর অপর প্রান্ত পার হয়ে যায়। এ ঘটনায় সুশান্ত কুমার মজুমদারের স্ত্রী মাধবী মজুমদার খুলনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে। সাড়ে ৫ ঘন্টা পর তাকে তেরখাদা থেকে উদ্ধার করা হয়।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, রাত সাড়ে ১২ টার দিকে খুলনা থানা পুলিশ তেরখাদা থানা পুলিশের সহায়তায় বিআরবি মাঠ থেকে এক ব্যক্তিকে হাত-পা এবং চোখ বাঁধা অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করেছে। তবে কি কারণে তাকে অপহরণ করা হয়েছিল তা তিনি সঠিকভাবে বলতে পারেননি।