বর্ষণমুখর সন্ধ্যা
মোহাম্মদ গালিব ইশরাক ইমরান
আছি বসে একা,
পেতে চাই মেঘেদের দেখা।
ঐ দূর আকাশে,
চলিছে মেঘের ভেলা।
মন চায় দেখিতে,
সেই অপূর্ব খেলা।
কালো সাদার মিশ্রণে,
আকাশ পড়িলো আঁধারে।
ঘন মেঘের গর্জনে,
বিজলী আসিলো আসমানে।
উড়িলো ধূলি পবনে,
বিমল করিলো বর্ষণে।
বিদ্যুৎ গেলো অচিরে,
পড়ে রইলাম আঁধারে।
চেয়ে আছি আসমানে,
সবুর করছি বর্ষণের।
দাড়িয়ে আছি দক্ষিণে,
গ্রহণ করিবো সাদরে।
কোনো এক সায়াহ্নে,
বর্ষণ আসিলো শ্যামলে।
গা ভিজিয়েছি বর্ষণে,
বিমল করেছি লাবণ্যের।
পথ চলেছি নতুনের,
সৃষ্ট করেছি আস্থানের।