সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
ওয়েব ডেস্ক: নীলফামারীর উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোনের (ইপিজেড) চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার (২৩ অক্টোবর) সকালে বন্ধ ঘোষণার পরপরই ইপিজেডের মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
জানা গেছে, রোববার নোটিশের মাধ্যমে উত্তরা ইপিজেডের চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা করা হয়। সোমবার সকালে কর্মস্থলে এসে কারখানা বন্ধের খবর জানার পর শ্রমিকরা গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভে অংশ নেওয়া ইপিএফ প্রিন্টিং লিমিটেডের শ্রমিক হালিম মিয়া বলেন, কোনো কারণ ছাড়া হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে আমাদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা পরিবার চালাই এই কাজের আয়ে। কারখানা খুলে দেওয়ার দাবিতেই আমরা অবস্থান নিয়েছি।
উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, গতকাল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে কিছু শ্রমিক গেটের সামনে বিক্ষোভ করেছে বলে জানতে পেরেছি।
নীলফামারী সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, ইপিজেড এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।