নিজস্ব সংবাদদাতা:অদ্য ৩০ জুন ২০২০ খ্রি. তারিখ সকাল ১১.০০ ঘটিকায় “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ ডিজিটাল বাংলাদেশ” শীর্ষক একটি অনলাইন সেমিনার (জুম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে) অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন কিশোরগঞ্জ -৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রেজওয়ান আহাম্মদ তৌফিক, কি নোট স্পিকার হিসেবে যুক্ত ছিলেন অধ্যাপক ডঃ মোহাম্মদ কায়কোবাদ, কম্পিউটার সাইন্স ও ইন্জিনিয়ারিং বিভাগ, বুয়েট, বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন জনাব মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার), পুলিশ সুপার, কিশোরগঞ্জ, জনাব ডাঃ মোঃ মুজিবুর রহমান, সিভিল সার্জন, কিশোরগঞ্জ, অ্যাডভোকেট মোঃ কামরুল আহসান শাহজাহান, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, কিশোরগঞ্জ জেলা শাখা, অ্যাডভোকেট এম এ আফজল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, কিশোরগঞ্জ জেলা শাখা, অ্যাডভোকেট শাহ আজিজুল হক, বিজ্ঞ পিপি, কিশোরগঞ্জ, জনাব মোঃ পারভেজ মিয়া, মেয়র, কিশোরগঞ্জ পৌরসভা।
উক্ত অনলাইন সেমিনারে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী।
উল্লেখ্য যে, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে আইসিটি বিভাগ ও এটুআই এর সহযোগিতায় জেলা প্রশাসন, কিশোরগঞ্জ এর উদ্যোগে আগামী ২৮-৩০ জুন ২০২০ খ্রি. তারিখে অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল মেলা ২০২০ উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে। জাতীয় তথ্য বাতায়নে ও কিশোরগঞ্জ জেলার ওয়েব পোর্টালে (http://www.kishoreganj.gov.bd/site/view/digitalfair2020) ডিজিটাল মেলা ২০২০ অপশনে গিয়ে মেলার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানা যাবে।