মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
ওয়েব ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৮ নভেম্বর) অধিকাংশ সিকিউরিটিজের দর বেড়েছে। এদিন যে কয়টি শেয়ার ও ইউনিটের দর কমেছে, তার চেয়ে ৮ গুণ বেশি সংখ্যকের দর বেড়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচক ১ শতাংশের বেশি বেড়েছে। ডিএসইর লেনদেনেও গতি বেড়েছে। নয় কার্যদিবসের মধ্যে এক্সচেঞ্জটিতে সর্বোচ্চ লেনদেন হয়েছে।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অধিকাংশ সিকিউরিটিজের দরবৃদ্ধির পাশাপাশি সবগুলো মূল্যসূচকের উত্থান দেখা গেছে। তবে, এক্সচেঞ্জটির লেনদেন কিছুটা কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩২০টির। বিপরীতে কমেছে ৩৮টির। এই হিসাবে দরপতনের তুলনায় দরবৃদ্ধি হওয়া শেয়ার ও ইউনিটের সংখ্যা ৮ দশমিক ৪২ গুণ বেশি। তবে ১২টি সিকিউরিটিজের দর অপরিবর্তিত রয়েছে। দরবৃদ্ধি হওয়া সিকিউরিটিগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৭২টি, ‘বি’ ক্যাটাগরির ৭০টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৭৮টি শেয়ার ও ইউনিট রয়েছে।
অধিকাংশ সিকিউরিটিজে দরবৃদ্ধি হওয়ায় আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল লেনদেন শেষে সূচকটির অবস্থান ছিল ৪ হাজার ৭৭৫ পয়েন্টে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ১৭ পয়েন্ট বেড়ে এক হাজার ১৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯০ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে মোট ৪৭৫ কোটি ৫৩ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এই লেনদেন গত ৫ নভেম্বরের পর ৯ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। ওইদিন এক্সচেঞ্জটিতে ৪৮৫ কোটি ৪৯ লাখ টাকা লেনদেন হয়েছিল। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৩৪৮ কোটি ৫ লাখ টাকা। সে হিসেবে দিনের ব্যবধানে ডিএসইর লেনদেন বেড়েছে ১২৭ কোটি ৪৮ লাখ টাকা।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বেশি অবদান রেখেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের শেয়ার। এদিন কোম্পানিটির মোট ১৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৫৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫২৬ পয়েন্টে উঠেছে। আর সিএসসিএক্স ৮৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৭২ পয়েন্টে উঠেছে। সিএসইতে মোট ১৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪০টির দর বেড়েছে, কমেছে ১৬টি, আর ১৪টির দর অপরিবর্তিত রয়েছে। আজ এক্সচেঞ্জটিতে ১১ কোটি ১৩ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল ১৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।