এ জীবনে ছিল চাওয়া,
স্বপ্নটাকে আপন করে পাওয়া।
জন্মেছি আমি তাহারই পণে,
লড়েছি আমি তাহারই জন্যে।
কৈশর শেষে যৌবন নদী করিয়া পার,
জীবন সায়াহ্নে কেন এত হাহা কার?
জীবন মৃত্যুর এই দ্বিধা দ্বন্দ্বে,
স্বপ্ন যে মোর মৃদু হাসে!
খুলিয়া অতীত খাতা,
ভাগ্য দর্শায় মোর তত্পরতা,
করিতে না পারিয়া সহ্য,
বলে উঠি এ কোন ব্যাঙ্গ চিত্র?
স্বপ্ন মোর অট্টোহাসে,
“ছিলাম আমি বাস্তবতা, তুমি করলে আমায়া দুরাশা!
পাওয়া না পাওয়ার দোটানায়, তুমি করলে আমায় পরায়!”
বুঝিতে পারিয়া ভুল, মন যে আমার দুঃখেতে আকুল,
যাহার লিয়ে হয়েছিলাম সন্ন্যাস,
তব প্রতি মনের একি ছিন্ন ভিন্ন বিন্যাস,
করিতে না পারিয়া সহ্য,
মন যে আমার বিষন্ন,
এ কোন দিনে কোন ক্ষনে,
মৃত্যু মোর রয়েছে দাঁড়ায়ে বিনে তোমারে!
করিয়া কাল জ্ঞাপন,
পাব নাকো তোমায় করে আপন।
কৃতজ্ঞতা স্বীকার: মোহাম্মদ গালিব ইশরাক ইমরান।