কে তুমি মানবী?
সাব্বির আহমেদ শুভ
পৌষের প্রথম প্রহরে,
পথহীন পথিকের বেশে,
ঢেকেছিলাম কুয়াশার চাদরে।
হঠাৎ বিদ্যুৎ চমকালো,
বাতাস দমকালো,
সামনে এ কোন অপ্সরী এসে দাঁড়ালো!
হরিণ টানা চোখ, সুদীর্ঘ পল্লব, দীর্ঘকায় গ্রীবা, ঝুমকো নিবিষ্ট কর্ণলতিকা,
কীসের চেয়ে কীসের বেশি জ্যোতিকা!
কে তুমি? কোনো মানবীর ছায়া, নাকি মিছে মায়া?
যেখানেই রাখো পদতল ফুটে ওঠে শতদল,
চুলে মেলে অমাবস্যা, হাসি সে তো সর্বনাশা।
কে তুমি?
তুমি কি নাটোরের বনলতা?
জীবনানন্দের বন্দনা?
তোমায় যদি দেখতো রবী,ছেড়ে দিত কাদম্বরী,
তোমায় যদি দেখত অনীলা, ভুলে যেত তার কাব্যলীলা।
তুমি যদি হও রাতের চাঁদনী,
আমি হব তোমার পৃথিবী।
তোমার আলোতে যার জ্যোৎস্না বিধৌত রাত্রি লাভ হয়,
তুমি যদি হও ঝরনা ধারা,
আমি হব পাষাণ বাড়া।
তোমার ঘর্ষণে যার বক্ষ হৃদয় ক্ষয়।।